Tuesday, November 18, 2025

মেসি ভক্তদের ব্যাপক চাহিদা, কলকাতায় অফলাইনে পাওয়া যাবে টিকিট?

Date:

শীতের কলকাতায় মেসি (Messi) ম্যানিয়ায় মাততে চলেছে কলকাতা, দিল্লি, মুম্বই। ১৪ বছর পর ভারত সফরে আসছেন লিও মেসি। কলকাতার (Kolkata) যুবভারতীতে  একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন ফুটবলের রাজপুত্র। বুধবার থেকে শুরু হল মেসি ইভেন্টের টিকিট বিক্রি। তিন শহরেই মেসিকে দেখার জন্য টিকিটের চাহিদা তুঙ্গে।

ডিস্ট্রিক অ্যাপে শুরু হয়েছে টিকিট বিক্রি। কলকাতার যুবভারতীতে ১৩ ডিসেম্বর মেসির একটি মেগা ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টের জন্য টিকিটের সর্বনিন্ম দাম ৩৮৩৫ টাকা। অ্যাপে টিকিট বিক্রির সঙ্গে সঙ্গেই ফুটবলপ্রেমীদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। কলকাতায় মেসির সঙ্গে থাকতে পারেন বার্সেলোনা তারকাও। সঙ্গে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়।

শুধু কি অন লাইনেই  কলকাতায় টিকিট পাওয়া যাবে! উদ্যোক্তাদের পক্ষ থেকে খবর পাওয়া গিয়েছে, কলকাতায় বেশ কয়েকটি অফ লাইন কাউন্টার খোলা হবে সেখান থেকেও টিকিট কাটার সুযোগ থাকবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সঙ্গে থাকবেন শাহরুখ খান, আমির খানরা। সেই  ইভেন্টের জন্য সর্বনিন্ম টিকিটের দাম ৭০৮০ টাকা। ভারত সফরে মেসির শেষ গন্তব্য হবে দিল্লি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন। পাশাপাশি  অরুণ জেটলি স্টেডিয়ামে একটি ইভেন্টে  অংশ নেবেন। সেই অনুষ্ঠানে টিকিটের দাম ৪৭২০ টাকা। তবে দিল্লিতে টিকিটের দাম পাল্লা দিয়ে বাড়ছে।

আরও পড়ুন:সীমান্তরক্ষীদের জমজমাট ফুটবল, জাঁকজমকপূর্ণ ভাবেই সূচনা বিএসএফ-র ফুটবল প্রতিযোগিতার

সব মিলিয়ে মেসি জ্বরে যে আক্রান্ত হবে তিন শহর, তা আভাস পাওয়া যাচ্ছে টিকিট বিক্রি শুরুর দিন থেকেই।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version