Friday, December 12, 2025

ছন্দে ফিরছে মিরিক, রোদের দেখা দুধিয়ায়! বৃষ্টি দুর্যোগ কাটছে উত্তরবঙ্গে

Date:

Share post:

নতুন করে বৃষ্টি হয়নি, ধীরে ধীরে ছন্দে ফিরছে দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ (North Bengal Disaster)। গত কয়েকদিন ধরে বন্ধ থাকার পর মিরিক লেকে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। স্বস্তি পাচ্ছেন উত্তরবঙ্গের মানুষেরাও। বুধের সকালে রোদের দেখা মিলেছে দুধিয়ায় (North Bengal weather)। স্রোতের টান থাকলেও বালাসন নদীর জল কমেছে। নদীর গতিপথ ঘুরিয়ে হিউম পাইপ নামানোর চেষ্টা চলছে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা নেই। তবে ধসের (Landslide) কারণে এখনও পাহাড়ের বহু রাস্তা বন্ধ। ভাঙা সেতু মেরামতির কাজ চলছে।

এদিন সকাল থেকে পাহাড়ে রোদ মেঘের লুকোচুরি থাকলেও দুর্যোগের সম্ভাবনা নেই।। দার্জিলিংয়ের ঝকঝকে আকাশে কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলেছে। আটকে থাকা পর্যটকেরা নামতে শুরু করেন। মঙ্গলবারও অনেকেই নেমেছেন। প্রায় সব পর্যটককেই নিরাপদে নামানো সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বৃষ্টিতে দার্জিলিঙের বিভিন্ন এলাকায় ধস নামে। বিভিন্ন রাস্তায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জলমগ্ন পরিস্থিতি তৈরি হয় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলেও। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ও মিরিক। ছুটে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রবিবার বিকেলের পর থেকে বৃষ্টি না-হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই দুর্যোগে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলার সরকার।দুধিয়ায় সেতু ভেঙে যাওয়ায় মিরিকের রাস্তাও আপাতত আংশিক বন্ধ রয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রশাসন।

spot_img

Related articles

আরজি করেই অনিকেতের পোস্টিং, নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, রায়গঞ্জ...

ফর্ম ডিজিটাইজেশনের শেষ পর্যায়েই ভোটের প্রস্তুতিতে কমিশন, পরিস্থিতি পর্যালোচনা

বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার রাতেই শেষ হল ইনিউমারেশন ডিজিটাইজেশনের প্রক্রিয়া। বাংলার খসড়া তালিকা নির্ধারিত ১৬...

হতশ্রী বোলিংয়ের সঙ্গে ব্যর্থতা জারি টপ অর্ডারের, দ্বিতীয় ম্যাচে হারের সঙ্গী উদ্বেগও

subh পাটা উইকেটে শিশিরের কথা ভেবে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার। কিন্তু লাভের লাভ কিছু...

যাবতীয় বিতর্কর অবসান! শুরু হতে চলছে পৌষ মেলা

যাবতীয় বিতর্কর অবসান ঘটিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনটাই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অতীতের উপাচার্যের করে...