Tuesday, November 18, 2025

সামনে SIR-আড়ালে NRC! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর, নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে তোপ

Date:

ভিনরাজ্য থেকে বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ। বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠকে বিজেপি থেকে নির্বাচন কমিশন- ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিস্ফোরক অভিযোগ করে মমতা বলেন, SIR সামনে রেখে রাজ্যে NRC চালুর চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। তীব্র নিশানা করে মমতা বলেন, মোদি সরকারের কাজ শুধু নির্বাচন করা। কমিশনকে বিজেপি নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন বাংলার প্রশাসনিক প্রধান।

২ নভেম্বর থেকেই রাজ্যে (West Bengal) শুরু হতে পারে SIR। বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO দের সঙ্গে বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তারপরই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দিচ্ছে কমিশন। তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে।

অসম থেকে বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে। পুজোর পরপর নদিয়ার দুই নাগরিক এনআরসি নোটিশ পেয়েছেন। সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ”এসআইআরের নামে কেন এনআরসি নোটিশ পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিশ পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? পারবেন না কোনওদিন। এসআইআরের নামে ভোট কাটার ষড়যন্ত্র। কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসলে রাজ্যে SIR-এর নামে NRC চালুর চক্রান্ত করছে মোদি সরকার। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এখনও তো ভোট ঘোষণা হয়নি, তাহলে কীসের ভিত্তিতে এভাবে জেলায় জেলায় বৈঠক করছে কমিশন?” এর পরেই বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “এসআইআরের নাম করে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে!” গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, “এসআইআর শুরুর আগে বিজেপির একজন মন্ত্রী কী করে বলে, দেড় কোটি নাম বাদ দেওয়া হবে। কমিশনের কাছে আমরা নিরপেক্ষতা আশা করি। সরকার, বিরোধী মিলেই গণতন্ত্র। সংবিধানে সাধারণ মানুষের অধিকার রয়েছে, সেটা খর্ব করা বরদাস্ত করব না। এসআইআরের নামে তাড়াহুড়ো করে কারও নাম কাটা হলে, সে রাজবংশী হোক, মতুয়া হোক, একজন ভোটারের নাম বাদ গেলে পাল্টা অ্যাকশন হবে। মনে রাখবেন, বাংলায় প্রতিটি সম্প্রদায়ের মানুষ লড়াকু। তাঁরা লড়াই করে ঠিক নিজেদের অধিকার বুঝে নেবে। আপনারা তাঁদের দমিয়ে রাখতে পারবেন না।”

বুধবারের পর বৃহস্পতিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মীরজাফর বলে কটাক্ষ করেছেন। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আমি নিজে শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একটা মিটিংয়ে ইন্সট্রাকশন দিয়ে গেছেন অনেক নাম বাদ দেব। নাম বাদ দেওয়ার ওরা কে?”

এরপরই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, “বাঁশের চেয়ে কঞ্চি দড়! রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় হলে বলব, তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত।”

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version