কাশির সিরাপ (Coldrif) খেয়ে শিশুমৃত্যুর ঘটনায় তামিলনাড়ুর ওষুধ প্রস্তুতকারী সংস্থা শ্রীসান ফার্মাসিউটিক্যালের (Sresan Pharmaceuticals) মালিক রঙ্গনাথন গোবিন্দনকে (Ranganathan Govindan) গ্রেফতার করল পুলিশ। তাঁর সংস্থার তৈরি কোল্ডরিফ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ- রাজস্থানে অন্তত কুড়িজন শিশুর মৃত্যু হয়েছে।গত এক সপ্তাহ ধরে অভিযুক্তের খোঁজ চলছিল। সন্ধান দিতে পারলে কুড়ি হাজার টাকা পুরস্কারের ঘোষণাও করা হয়েছিল। বুধবার গভীর রাতে তাঁকে নিজেদের হেফাজতে নেয় মধ্যপ্রদেশ পুলিশ (Madhyapradesh Police)।

গত কয়েকদিনে সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল শিশু মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এরপরই কাশির জন্য ব্যবহৃত ‘কোল্ডরিফ’ সিরাপ পরীক্ষা করে দেখা যায় এতে প্রায় ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল নামের বিষাক্ত রাসায়নিক রয়েছে। এরপর থেকেই প্রস্তুতকারী সংস্থার মালিকের খোঁজ করতে থাকে পুলিশ। সূত্রের খবর, বুধবার মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে একটা বিশেষ অভিযান চালায় পুলিশ। অবশেষে চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রঙ্গনাথনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং শিশুদের স্বাস্থ্যনিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

–

–

–

–

–

–

–

–