Monday, November 17, 2025

মোহনবাগানের দাবিকে মান্যতা! সুপার কাপে কমছে বিদেশির সংখ্যা?

Date:

Share post:

মোহনবাগানের(Mohun Bagan) দাবিই কার্যত মেনে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। আসন্ন সুপার কাপে(Super Cup) নিজেদের প্রথম একাদশে ৪ জন বিদেশি নিয়েই নামতে পারবে দলগুলি।

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল সুপার কাপের ম্যাচে ছয়জন বিদেশি নিয়ে খেলতে পারবে দলগুলি। কিন্তু ভারতীয় ফুটবলারদের বেশি সুযোগ দিতেই সিদ্ধান্ত বদল করতে চলেছে ফেডারেশন। সরকারিভাবে জানানো না হলেও এআইএফএফ সূ্ত্রের খবর অনুসারে, ছয়জন বিদেশি ফুটবলারকে রেজিস্ট্রেশন করা যাবে। কিন্তু প্রথম একাদশে রাখা যাবে চারজনকে।

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে মোহনবাগানের পক্ষ থেকে ফেডারেশনকে চিঠি দিয়ে জানানো হয়, সুপার কাপে বিদেশির সংখ্যা কমানো হোক। ছয়জনকে রেজিস্ট্রেশন করানো গেলেও খেলানো হোক চারজনকে। এতে ভারতীয়  ফুটবলাররা বেশি সুযোগ পাবেন।

সূত্রের খবর, কার্যকরী সমিতির সভার আগে সুপার কাপে বিদেশি সংখ্যা কমানোর ভাবনা রয়েছে ফেডারেশনের। কার্যকরী সমিতিতে সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়তে পারে।

গত মে মাসে কল্যাণ বলেছিলেন, ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে বিদেশি ফুটবলারের সংখ্যা না কমালে, ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব নয়। নতুন প্রতিভা উঠে আসবে না। নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান ফেডারেশন সভাপতি।  সুপার কাপে ছ’জন বিদেশি খেলানোর কথা বলেন কল্যাণ চৌবে। তাঁর চিঠির প্রতিবাদ জানিয়েছে মোহনবাগান। প্রশ্ন তোলা হয়েছে ফেডারেশন সভাপতির মত পরিবর্তন নিয়ে। অবশেষে মোহনবাগানের চিঠিকে মান্যতা দিতে চলেছে ফেডারেশন। তবে সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্বাস নেই।

 

spot_img

Related articles

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...