চটে লাল জয়সওয়াল! ক্যাপ্টেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী

Date:

Share post:

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট দ্বিশত রানের দিকে এগোতে থাকা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অধিনায়কের ‘ভুল’ সিদ্ধান্তে ১৭৫ রানে আউট হতেই মাঠের মধ্যে ক্ষোভ উগরে দেন ভারতীয় ওপেনার। উলটো দিকে থাকা অধিনায়ক শুভমান গিলকেও কিছু একটা বলেনও। ক্যামেরায় তাঁর অঙ্গভঙ্গি ধরা পড়ায় বোঝা যায় তিনি কতটা ক্ষুব্ধ। পরে ড্রেসিংরুমে গিয়েও বিরক্তি প্রকাশ করেন তরুণ ব্যাটার।

প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের দুরমুশ করার পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া। কে এল রাহুল ৩৮ রানে আউট হলেও সুদর্শনের সঙ্গে একটা বড় পার্টনারশিপ গড়ে তোলেন জয়সওয়াল। তিন নম্বরে ব্যাট করতে নেমে সাঁই সেঞ্চুরি মিস করেন বটে তবে ততক্ষণে ভারত শক্তপোক্ত জায়গায় পৌঁছে যায়। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেট হারিয়ে ৩১৮। যশস্বী অপরাজিত ছিলেন ১৭৩ রানে। মনে করা হচ্ছিল দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই দ্বিশতরান করে ফেলবেন। কিন্তু খেলতে নেমে মাত্র দৌড়ান করেই অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে উইকেট হারালেন ওপেনার। ১৭৫ রানের মাথায় মিড অফে বল পাঠিয়ে রানের জন্য দৌড়ন যশস্বী, গিল ছুটতে শুরু করলেও কিছুটা গিয়ে থমকে যান। ততক্ষণে বল পৌঁছে গেছে চন্দ্রপলের হাতে। যশস্বী যেমন সেটা না দেখেই দৌড় দেন কিন্তু গিল মাঝ ক্রিজে দাঁড়িয়ে যাওয়ায় তখন আর ট্রাম্পে পৌঁছানোর মতো অবস্থা ছিল না জয়সওয়ালের। ধারাভাষ্যকাররা বলেন, রান হওয়াটা কার্যত অসম্ভব ছিল বটে তবে অধিনায়কের উচিত ছিল আগে থেকেই না করে দেওয়া। এই মুহূর্তে অর্ধশত করার পর নট আউট রয়েছেন শুভমন, ক্রিজে নতুন প্লেয়ার নিতিশ রেড্ডি। প্রতিবেদন লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৮৫ (সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত)।

 

spot_img

Related articles

আজই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দুপুরে আলিপুরদুয়ারে রিভিউ বৈঠক

রবিবারই উত্তরবঙ্গ যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুর ২:৩০ মিনিট নাগাদ তিনি হাসিমারা পৌঁছবেন বলে...

রাজ্য পুলিশের তৎপরতায় দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ৩, জঙ্গলে ড্রোন উড়িয়ে নজরদারি

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের (Durgapur Rape Case) ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ।...

দেড় ঘণ্টা ক্যাম্পাসের বাইরে তরুণী!দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় বিবৃতি কলেজ কর্তৃপক্ষের

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ভিন রাজ্যের ছাত্রীর ধর্ষণের (Medical Student Rape in Durgapur) ঘটনায় তোলপাড় রাজ্য- রাজনীতি। অত্যন্ত...

দুর্ভাগ্যজনক ঘটনা: বাংলার সরকারকে কড়া পদক্ষেপের আর্জি ওড়িশা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন বাংলার প্রশাসন। ইতিমধ্যেই অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রাজ্য...