Sunday, November 16, 2025

চটে লাল জয়সওয়াল! ক্যাপ্টেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী

Date:

Share post:

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট দ্বিশত রানের দিকে এগোতে থাকা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অধিনায়কের ‘ভুল’ সিদ্ধান্তে ১৭৫ রানে আউট হতেই মাঠের মধ্যে ক্ষোভ উগরে দেন ভারতীয় ওপেনার। উলটো দিকে থাকা অধিনায়ক শুভমান গিলকেও কিছু একটা বলেনও। ক্যামেরায় তাঁর অঙ্গভঙ্গি ধরা পড়ায় বোঝা যায় তিনি কতটা ক্ষুব্ধ। পরে ড্রেসিংরুমে গিয়েও বিরক্তি প্রকাশ করেন তরুণ ব্যাটার।

প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের দুরমুশ করার পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া। কে এল রাহুল ৩৮ রানে আউট হলেও সুদর্শনের সঙ্গে একটা বড় পার্টনারশিপ গড়ে তোলেন জয়সওয়াল। তিন নম্বরে ব্যাট করতে নেমে সাঁই সেঞ্চুরি মিস করেন বটে তবে ততক্ষণে ভারত শক্তপোক্ত জায়গায় পৌঁছে যায়। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেট হারিয়ে ৩১৮। যশস্বী অপরাজিত ছিলেন ১৭৩ রানে। মনে করা হচ্ছিল দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই দ্বিশতরান করে ফেলবেন। কিন্তু খেলতে নেমে মাত্র দৌড়ান করেই অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে উইকেট হারালেন ওপেনার। ১৭৫ রানের মাথায় মিড অফে বল পাঠিয়ে রানের জন্য দৌড়ন যশস্বী, গিল ছুটতে শুরু করলেও কিছুটা গিয়ে থমকে যান। ততক্ষণে বল পৌঁছে গেছে চন্দ্রপলের হাতে। যশস্বী যেমন সেটা না দেখেই দৌড় দেন কিন্তু গিল মাঝ ক্রিজে দাঁড়িয়ে যাওয়ায় তখন আর ট্রাম্পে পৌঁছানোর মতো অবস্থা ছিল না জয়সওয়ালের। ধারাভাষ্যকাররা বলেন, রান হওয়াটা কার্যত অসম্ভব ছিল বটে তবে অধিনায়কের উচিত ছিল আগে থেকেই না করে দেওয়া। এই মুহূর্তে অর্ধশত করার পর নট আউট রয়েছেন শুভমন, ক্রিজে নতুন প্লেয়ার নিতিশ রেড্ডি। প্রতিবেদন লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৮৫ (সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত)।

 

spot_img

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...