Sunday, November 16, 2025

চটে লাল জয়সওয়াল! ক্যাপ্টেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী

Date:

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট দ্বিশত রানের দিকে এগোতে থাকা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অধিনায়কের ‘ভুল’ সিদ্ধান্তে ১৭৫ রানে আউট হতেই মাঠের মধ্যে ক্ষোভ উগরে দেন ভারতীয় ওপেনার। উলটো দিকে থাকা অধিনায়ক শুভমান গিলকেও কিছু একটা বলেনও। ক্যামেরায় তাঁর অঙ্গভঙ্গি ধরা পড়ায় বোঝা যায় তিনি কতটা ক্ষুব্ধ। পরে ড্রেসিংরুমে গিয়েও বিরক্তি প্রকাশ করেন তরুণ ব্যাটার।

প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের দুরমুশ করার পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া। কে এল রাহুল ৩৮ রানে আউট হলেও সুদর্শনের সঙ্গে একটা বড় পার্টনারশিপ গড়ে তোলেন জয়সওয়াল। তিন নম্বরে ব্যাট করতে নেমে সাঁই সেঞ্চুরি মিস করেন বটে তবে ততক্ষণে ভারত শক্তপোক্ত জায়গায় পৌঁছে যায়। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেট হারিয়ে ৩১৮। যশস্বী অপরাজিত ছিলেন ১৭৩ রানে। মনে করা হচ্ছিল দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই দ্বিশতরান করে ফেলবেন। কিন্তু খেলতে নেমে মাত্র দৌড়ান করেই অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে উইকেট হারালেন ওপেনার। ১৭৫ রানের মাথায় মিড অফে বল পাঠিয়ে রানের জন্য দৌড়ন যশস্বী, গিল ছুটতে শুরু করলেও কিছুটা গিয়ে থমকে যান। ততক্ষণে বল পৌঁছে গেছে চন্দ্রপলের হাতে। যশস্বী যেমন সেটা না দেখেই দৌড় দেন কিন্তু গিল মাঝ ক্রিজে দাঁড়িয়ে যাওয়ায় তখন আর ট্রাম্পে পৌঁছানোর মতো অবস্থা ছিল না জয়সওয়ালের। ধারাভাষ্যকাররা বলেন, রান হওয়াটা কার্যত অসম্ভব ছিল বটে তবে অধিনায়কের উচিত ছিল আগে থেকেই না করে দেওয়া। এই মুহূর্তে অর্ধশত করার পর নট আউট রয়েছেন শুভমন, ক্রিজে নতুন প্লেয়ার নিতিশ রেড্ডি। প্রতিবেদন লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৮৫ (সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত)।

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version