Tuesday, November 18, 2025

ক্ষতিগ্রস্ত টন্ডু ও বামনডাঙ্গায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি! পাশে দাঁড়াল দুই শতাধিক পরিবারের, পড়ুয়াদের থাতা-কলম বিতরণ

Date:

নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত টন্ডু ও বামনডাঙ্গা মডেল ভিলেজে পৌঁছে গেল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের জলপাইগুড়ি জেলা ও নাগরাকাটা-মেটেলি ব্লকের নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব পলাশ সাধুখাঁ সহ আরও অনেকে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এই দুই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সর্বাধিক।

সংগঠনের জলপাইগুড়ি জেলার শিক্ষক নেতা স্বপন বসাক জানান, ভয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞের প্রভাব শিশুদের মনে পড়া স্বাভাবিক। তাই তাঁদের মানসিক আঘাত থেকে কিছুটা মুক্ত করতে উদ্যোগ নেন সংগঠনের সদস্যরা। শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাতা, কলম, রং পেন্সিল, দুধের প্যাকেট ও ক্যাডবেরি চকলেট। পাশাপাশি তাঁদের উৎসাহ দিতে এবং মনোযোগ অন্যদিকে ঘোরাতে গল্পগুজব ও উৎসাহমূলক আলোচনা করা হয়।

শুধু শিশু নয়, এলাকার সাধারণ মানুষদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেন সংগঠনের কর্মীরা। দুই শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার, পানীয় জল, মোমবাতি ও দেশলাই প্রভৃতি সামগ্রী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক লক্ষী সাউ, শিক্ষক নেতা ও কাউন্সিলর গোবিন্দ পাল, অশোক বিশ্বকর্মা, সচীন দার্নাল, ধীরাজ সিং, অনিরুদ্ধ রায়, সিদ্ধার্থ দত্ত, মানস চক্রবর্তী, রাজেশ খেশ ও দীপাঞ্জন দত্ত প্রমুখ। স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ তাঁদের নতুন করে আশার আলো দেখিয়েছে— শুধুমাত্র ত্রাণ নয়, মানবিকতার ছোঁয়াও মেলে ধরেছে এই শিক্ষক সংগঠন।

আরও পড়ুন- রাজ্যের সমস্ত সেতুর ‘হেলথ অডিট’-এর নির্দেশ মুখ্যসচিবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...

চওড়া হবে শহরের রাস্তা: যানজট নিয়ন্ত্রণে পুরসভার বড় সিদ্ধান্ত

শহরের যানজট এড়াতে কলকাতা মেট্রোর ভরসায় অফিস যাতায়াত করেন কলকাতা ও শহরতলি থেকে আসা মানুষ। স্কুল-কলেজের পড়ুয়াদেরও বড়...
Exit mobile version