আগাম সতর্কতা না দিয়েই জল ছাড়া: ঝাড়খণ্ডে বিক্ষোভে তৃণমূল

Date:

Share post:

কেন্দ্রের ষড়যন্ত্রে বারবার বানভাসি বাংলার দক্ষিণের জেলাগুলি। রাজ্যকে না জানিয়ে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ছে ডিভিসি (DVC), এই অভিযোগ বারবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগকে সামনে রেখে শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak) নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মীরা ঝাড়খণ্ডের (Jharkhand) পাঞ্চেত বাঁধের (Panchet dam) প্রধান কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করেন। ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোলের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় প্রমুখ। পুরুলিয়ার দলীয় সমর্থকরা বিক্ষোভে অংশ নেন।

মন্ত্রী মলয় ঘটক বলেন, মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার আগে রাজ্যকে জানানোর কথা ডিভিসির আধিকারিকদের বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। কারণ, এই দুই জলাধার (dam) জল ছাড়লে রাজ্যের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে ডিভিসি তা করে না। রাজ্যকে না জানিয়েই তারা জল ছেড়ে দেয়। দুর্গাপুজোর সময়ও জল ছাড়ার জন্যেই বাংলার বিরাট অংশ প্লাবিত হয়। তৃণমুলের তরফে ডিভিসির পাঞ্চেত জলাধারের কর্তাদের কাছে স্মারকলিপি (deputation) দেওয়া হয়।

আরও পড়ুন: আবার বাংলাকেই অনুকরণ: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ আনলেন তামিলনাড়ুর স্ট্যালিন

বাস্তবে ডিভিসির কথায় আর কাজে কোনও মিল নেই। এমনই দাবি করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। মন্ত্রীর দাবি, ডিভিসির তরফে বলা হয়েছে, মাত্র ৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। কিন্তু কাল যে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হবে না, তার গ্যারান্টি কোথায়? গত ৭ অক্টোবর তৃণমুলের তরফে মাইথনে একই দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু সেদিনই ৬০ হাজার কিউসেক জল ছেড়েছিল। ফলে হুগলির খানাকুলের ৫টি গ্রাম ডুবে যায়। মন্ত্রী স্পষ্ট দাবি জানান, আলোচনা করেই জল ছাড়তে হবে।

spot_img

Related articles

বিপর্যস্ত এলাকায় মেয়াদ বাড়ল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর: ৯০ শতাংশ কাজ শেষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩১ হাজারের বেশি ক্যাম্প করে মানুষকে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ করেছে বাংলার প্রশাসন। তবে...

ইনভেস্টর জট কাটাতে ভরসা মমতাই, মুখ্যমন্ত্রীর দুয়ারে মহমেডান কর্তারা

আইএসএলের আগে ইস্টভেস্টর সমস্যা সমাধানে  আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee) কাছে আবেদন  মহামেডান ক্লাবের(Mohamedan Club)।  সচিব ইশতিয়াক...

উত্তরবঙ্গে রওনা মুখ্যমন্ত্রীর: আলিপুরদুয়ার থেকে দার্জিলিং, ঘুরে দেখবেন বিপর্যস্ত এলাকা

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি-ধসে বিপর্যয়ে প্রাথমিকভাবে প্রশাসনিক পর্যবেক্ষণ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রাথমিকভাবে বিপর্যয়ের হিসাব ও পদক্ষেপ নেওয়ার...

ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে অপরাধীরা কড়া শাস্তি পাবে: আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বেসরকারি মেডিক্যাল কলেজে গণধর্ষণে কড়া পদক্ষেপ (strict action) গ্রহণ করবে বাংলার পুলিশ। বাংলার প্রশাসন দুর্গাপুরের ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ...