দ্বিশতরান করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দাপুটে ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal )। প্রথম দিনেই তাঁর ব্যাট থেকে এসেছিল ঝকঝকে শতরান। সেঞ্চুরি করে সেলিব্রেশনের সময় লাভ সাইন দেখান যশস্বী। সেটা নিয়েই শুরু হয়েছে চর্চা।

যশস্বীর প্রেমিকাকে নিয়ে চর্চা কম নেই। ব্রিটিশ নাগরিক ম্যাডির( Girlfreind Maddie) সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন বেশ অনেক দিনের। ভারতীয় দলের খেলা থাকলেই গ্যালারিতে মাঝেমধ্যেই দেখা যায় তাঁকে। দিল্লিতে শতরানের পর যশস্বীর লাভ সাইন দেখানো নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। নেটিজেনদের দাবি প্রেমিকা ম্যাডিকেই ভালবাসার সংকেত দেখিয়েছেন যশস্বী।

ভারতীয় দলের ম্যাচ ফলো করেন ম্যাডি। এরআগে হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন টিম ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখতে গিয়েছিলেন ম্যাডি হ্যামিলটন। এছাড়াও ২০২৪ সালের আইপিএলে ম্যাডি হ্যামিলটনকে দেখা গিয়েছিল গ্যালারিতে। রাজস্থান রয়্যালসের ম্যাচ থাকলে তাঁকে দেখা যেত গ্যালারিতে। যশস্বী খেললেই তাঁকে হাততালি দিয়ে দেখা যেত।

গত আইপিএলেও ম্যাচ দেখতে গিয়ে নজর কাড়েন ম্যাডি। রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমেছিলেন যশস্বী। ভারতীয় তারকার জন্য গলা ফাটান তিনি। তখনই আরও জোরালো হয় যশস্বীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন।

ম্যাডির পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও নাকি দারুণ সম্পর্ক যশস্বীর। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া নানা ছবি থেকেও তা স্পষ্ট। ম্যাডির ভাই হেনরি নাকি যশস্বীর ভালো বন্ধু।

আরও পড়ুন :চটে লাল জয়সওয়াল! ক্যাপ্টেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী

শনিবার অবশ্য দ্বিশতরান পেলেন না যশস্বী। অধিনায়ক গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন । অধিনায়কের ‘ভুল’ সিদ্ধান্তে ১৭৫ রানে আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন।

–

–

–