Saturday, November 15, 2025

RSS-এর অফিসে ছোট থেকে যৌন নিগ্রহের শিকার, আত্মঘাতী তরুণ

Date:

ছোট থেকেই চলেছে লাগাতার যৌন নির্যাতন, মানসিক যন্ত্রণা ও অবসাদে আত্মঘাতী কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি। আরএসএস -এর(RSS) এক শাখা অফিসের ভিতরেই ছোট থেকে চলেছে লাগাতার ধর্ষণ! ছোট থেকেই একাধিক সঙ্ঘকর্মী তাঁকে যৌন নিগ্রহ করেছিল বলে অভিযোগ।

ছোট থেকে তাঁর সঙ্গে হওয়া ট্রমা থেকে কোনদিনই বেরোতে পারেন নি তিনি। কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি ক্রমশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অবশেষে মাত্র ২৬ বছর বয়সে জীবন যুদ্ধে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন কোট্টায়ামের থামাপালাক্কড়ের এই বাসিন্দা। আত্মহত্যার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন আনন্দু। সেই পোস্টে আরএসএসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

৯ অক্টোবর এই তরুণের দেহ তিরুবনন্তপুরমের একটি লজ থেকে উদ্ধার হয়। মৃত্যুর পরে তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শিডিউল করা অবস্থায় পাওয়া যায়। সেখানে আনন্দু বলছেন, ‘কোনও প্রেমিকা নন, আর্থিক সমস্যা নয়, পারিবারিক অশান্তি নয়, আমার মৃত্যুর জন্য দায়ী মানসিক অসুস্থতা।’

তথ্যপ্রযুক্তি কর্মী জানিয়েছেন ছোটবেলায় তাঁর বাবা তাঁকে আরএসএস শাখায় ভর্তি করেছিলেন। ৩-৪ বছর বয়সেই শাখায় যৌন নির্যাতনের শিকার হন তিনি। এক ব্যক্তি বার বার ‘ধর্ষণ’ করে তাঁকে। অন্য স্বয়ংসেবকরাও তাকে যৌন নির্যাতন করত। তিনি একা নন, অন্য শিশুদেরও একইভাবে যৌন নির্যাতন করা হত। সেই যৌন নিগ্রহের ফলে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। নিয়মিত ওষুধ খেতেন তিনি। তারপরও সেই ট্রমা থেকে বেরোতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নিতে বাধ্য হয়েছেন তিনি। মা–বাবাদের সতর্ক করে তিনি জানান কোনও শিশু সন্তানকে যেন তারা সঙ্ঘের কোনও শাখায় ভর্তি না করে।

Related articles

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...
Exit mobile version