Tuesday, November 18, 2025

একাধিক রেকর্ড ভারতের, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় গিলদের অবস্থান জানুন

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করল টিম ইন্ডিয়া। কিন্তু তার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়(WTC Points Table) অবস্থান বদল হল না শুভমান গিলদের। তিন নম্বরেই থেকে গেল ভারত।

আহমেদাবাদে প্রথম ম্যাচে এক ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর দিল্লিতে শেষ দিনে সাত উইকেটে জয়। এই সিরিজ থেকে  ভারতের সংগ্রহ মোট ২৪ পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে চারটি জয়, দু’টি হার এবং একটি ড্র করে মোট ৫২ পয়েন্ট রয়েছে ভারতের খাতায়।

তবে ভারতের পয়েন্ট শতাংশ ৬১.৯০। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর তৃতীয় স্থানে আছে ভারত। তিন ম্যাচে তিনটিতেই জয় এবং ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে আছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।

আগামী নভেম্বর মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে ভারতীয় দল। সেই সিরিজে জয় পেলে পয়েন্ট তালিকায় আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে টিম ইন্ডিয়ার।

একইসঙ্গে এই সিরিজে কিছু রেকর্ডও গড়ে নিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান(২৮৩৯) শুভমান গিলের।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে  ১০টি শতরান করে রেকর্ড গিলের। অধিনায়ক হিসাবে এক ক্যালেন্ডার ইয়ারে ৫টি শতরান করে বিরাটের রেকর্ড স্পর্শ করলেন গিল। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অর্ধশতরান করে গাভাসকরকে স্পর্শ করলেন গিল।

টেস্টে ৮০টি ছক্কা মেরে ধোনিকে টপকালেন জাদেজা।টেস্টে ওপেনার হিসাবে দশম শতরান রাহুলের টপকালেন গম্ভীর-রোহিতকে।১৫ ম্যাচে পাঁচবার ৫ উইকেট নিয়ে রেকর্ড কুলদীপের।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version