Wednesday, January 14, 2026

বিজেপি ও সহযোগী রাজ্যে বেকারত্বের নজির: ১ লক্ষের বেশি স্কুলে মাত্র ১ শিক্ষক

Date:

Share post:

সম্প্রতি বাংলায় শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন স্পষ্ট হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারি চাকরির পরিস্থিতি কেমন। নিজেদের রাজ্যে নিয়োগের অভাবে বাংলার নিয়োগ পরীক্ষায় যোগ দিতে আসে উত্তরপ্রদেশ (Uttarpradesh), বিহার এমনকি রাজস্থানের পরীক্ষার্থীরা। সরকারি স্কুলে নিয়োগের (recruitment) পরীক্ষা বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে কতটা কম তা প্রমাণ করল খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের (Ministry of Education) তথ্য। গোটা দেশে ১ লক্ষের বেশি স্কুলে ১ জন করে শিক্ষক। আর সেই তালিকায় শীর্ষে চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় স্থানে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।

কেন্দ্রের পরিসংখ্যান বলছে গোটা দেশে এক শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা ১,০৪,১২৫। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পরিসংখ্যান কোনওভাবেই কেন্দ্রের শিক্ষা নীতিকেই অনুসরণ করে না। যেখানে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়ুয়া (student) ও শিক্ষকের (teacher) আনুপাতিক হার (ratio) থাকার কথা ৩০:১ এবং আপার প্রাইমারিতে ৩৫:১, সেখানে গোটা স্কুলই চলছে ১ শিক্ষক নিয়ে। যোগী রাজ্য উত্তরপ্রদেশ আবার সেই সব স্কুলে ব্যাপক হারে নতুন পড়ুয়া ভর্তি করেও রেকর্ড করেছে।

এনডিএ-র (NDA) জোটসঙ্গী চন্দ্রবাবু নাইডুর টিডিপি (TDP) শাসিত অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) ১ শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা ১২,৯১২টি। এরপরেই রয়েছে উত্তরপ্রদেশ, এই রকম স্কুল সেখানে ৯.৫০৮টি। তিনে রয়েছে ঝাড়খণ্ড, স্কুলের সংখ্যা ৯,৭১২। চার নম্বরে ফের সেই বিজেপি শাসিত মহারাষ্ট্র। সেখানে এরকম স্কুল ৮,১৫২টি। এই তালিকায় একে একে প্রথম দিকেই রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদীপ থেকে বিজেপির মধ্যপ্রদেশ।

গোটা দেশে ৩৩ লক্ষ ৭৬ হাজার ৭৬৯ স্কুল পড়ুয়ার ভবিষ্যৎ এই স্কুলগুলিতেই ঝুলে রয়েছে। এইসব স্কুলে এই বিপুল পরিমাণ স্কুল পড়ুয়া বর্তমানে পড়ছে। স্কুলে মাত্র ১ শিক্ষক থাকা সত্ত্বেও সেই স্কুলেই ব্যাপক হারে পড়ুয়া ভর্তি চালানো হচ্ছে উত্তরপ্রদেশে। নতুন শিক্ষাবর্ষেও ১ শিক্ষক থাকা স্কুলে ৬,২৪,৩২৭ পড়ুয়া ভর্তি করা হয়েছে উত্তরপ্রদেশে। কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী দিল্লি ও চণ্ডীগড় এই সব স্কুলে পড়ুয়া ভর্তির গড়ে শীর্ষে রয়েছে।

আরও পড়ুন: যোগীরাজ্যে হকারদের তালিবানি শাস্তি!

বাংলায় নিয়োগ প্রক্রিয়ায় বারবার বিরোধীরা আদালতে মামলা করে করে নিয়োগ প্রক্রিয়াকে মন্থর করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বারবার জানিয়েছেন, মন্ত্রিসভা থেকে নতুন পদ তৈরি করেও নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে রাজ্য সরকার। তা সত্ত্বেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মামলার কারণে বাংলার বহু স্কুলে ১ শিক্ষক সমস্যা রয়েছে। সেই সব স্কুলের পড়ুয়ার সংখ্যা ২,৩৫,৪৯৪। তবে সম্প্রতি আদালতের নির্দেশের পরে যেভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে দ্রুত পড়ুয়াদের এই মূল সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা।

spot_img

Related articles

বাংলাদেশে নির্বাচন-গণভোট চায় না আওয়ামী লিগ! আটকানোর রূপরেখা নির্ধারণে নেতৃত্ব

২০২৪-এর আগাস্টের পর থেকে তদারকি সরকার চলছে বাংলাদেশে (Bangladesh)। সেই সরকারের প্রধান মহম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে বলেছিলেন ৩...

অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

একটি ফেসবুক পোস্ট, একটি আবেদন। বাংলার বহু মানুষের মনের কথা। এসআইআর(SIR) পর্বে যে হয়রানি চলছে বাংলাজুড়ে, সে কথাই...

SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

লজিকাল ডিস্ক্রিপেন্সির নামে এসআইআর হিয়ারিং-এ কেন ডাকা হচ্ছে, কেন হয়রান করা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না,...

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...