Monday, November 17, 2025

সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! জাঁকিয়ে শীত এখনই নয়

Date:

দক্ষিণবঙ্গের নিম্নমুখী তাপমাত্রায় হালকা হিমেল আমেজ শীতের আগমনের ইঙ্গিত দিলেও, জাঁকিয়ে ঠান্ডা এখনই নয় জানিয়ে দিল হাওয়া অফিস (Weather Department)। হাওয়া অফিসের কর্তাদের মতে, চলতি বছরের মতো রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা (Monsoon)। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে। এরপরই সকাল ও সন্ধ্যায় বাতাসে মিলছে শীতের আভাস। তবে দুর্যোগের ভ্রুকুটি এখনই কাটছে না। সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। ফের নিম্নচাপের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

ওয়েদার ফোরকাস্ট সিস্টেম (Weather Forecast System) জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর ভোর ৩টে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতিশক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। ২৭ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঐদিন সকালে সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাবে। এরপর গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। যদিও এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। আপাতত বাংলা জুড়ে হালকা শীতের মেজাজ থাকবে। অতি বর্ষার মতো এবছর শীতের মাত্রাও অত্যাধিক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না।

গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তরে হালকা বৃষ্টি দক্ষিণে মূলত পরিষ্কার আকাশ। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত মিলছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ও উত্তর ২৪ পরগনায় আগামী কয়েকদিন কুয়াশার দাপট বাড়বে।

 

Related articles

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের: ‘একপক্ষের শুনানি’তে একই সাজা আসাদুজ্জামানের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে দোষী সাব্যস্ত। সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হল।...

‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

যেন কোনও যাদুকাঠির ছোঁয়ায় এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা তৈরির কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই...

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...
Exit mobile version