মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপের শিশু মৃত্যুর ঘটনার পর থেকেই এরাজেও কফ সিরাপসহ (Cough Syrup)অন্যান্য ওষুধ প্রস্তুত ও বিক্রি নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের (Govt of West Bengal)। এবার সব সরকারি কলেজ, স্বাস্থ্য প্রশাসন ও জেলা হাসপাতালকে আগামী বৃহস্পতিবারের (১৬ অক্টোবর) মধ্যে মজুত মেডিসিনের এক্সপায়ারি ডেট-সহ পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)।
‘কোল্ডরিফ’ কাফ সিরাপের (Coldrif Cough Syrup Banned) বিক্রিতে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে ‘বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন’ (BCDA)। এবার স্বাস্থ্যভবনের নয়া নির্দেশিকায় ওষুধ বণ্টনের (Medicine Supply) আগে প্রতিটি ব্যাচের গুণগতমান যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি সরবরাহের সময়ই বেসরকারি ভেন্ডার সংস্থাকে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর ল্যাবরেটরিজ় (NABL)-স্বীকৃত ল্যাব থেকে ওষুধের মান পরীক্ষা করে তার রিপোর্ট জমা দিতে হবে সেন্ট্রাল মেডিসিন স্টোরে।সার্টিফিকেট ছাড়া কোনও ওষুধ সরকারি হাসপাতালে পৌঁছবে না। রিপোর্ট না পেলে সংশ্লিষ্ট ওষুধের নাম স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে না। ওষুধের মান পরীক্ষা করা নিয়ে স্বাস্থ্য দফতরের পদক্ষেপের প্রশংসা করেছে চিকিৎসক মহল।
–
–
–
–
–
–
–
–
–
