Monday, November 17, 2025

সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! জাঁকিয়ে শীত এখনই নয়

Date:

দক্ষিণবঙ্গের নিম্নমুখী তাপমাত্রায় হালকা হিমেল আমেজ শীতের আগমনের ইঙ্গিত দিলেও, জাঁকিয়ে ঠান্ডা এখনই নয় জানিয়ে দিল হাওয়া অফিস (Weather Department)। হাওয়া অফিসের কর্তাদের মতে, চলতি বছরের মতো রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা (Monsoon)। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়েছে। এরপরই সকাল ও সন্ধ্যায় বাতাসে মিলছে শীতের আভাস। তবে দুর্যোগের ভ্রুকুটি এখনই কাটছে না। সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। ফের নিম্নচাপের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

ওয়েদার ফোরকাস্ট সিস্টেম (Weather Forecast System) জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর ভোর ৩টে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতিশক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। ২৭ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঐদিন সকালে সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাবে। এরপর গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। যদিও এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। আপাতত বাংলা জুড়ে হালকা শীতের মেজাজ থাকবে। অতি বর্ষার মতো এবছর শীতের মাত্রাও অত্যাধিক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না।

গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তরে হালকা বৃষ্টি দক্ষিণে মূলত পরিষ্কার আকাশ। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে ইঙ্গিত মিলছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ও উত্তর ২৪ পরগনায় আগামী কয়েকদিন কুয়াশার দাপট বাড়বে।

 

Related articles

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...
Exit mobile version