Monday, November 17, 2025

বিভ্রাট মেট্রোর ব্লু লাইনে: আংশিক বন্ধ পরিষেবা

Date:

যান্ত্রিক সমস্যায় ফের দুর্ভোগ কলকাতা মেট্রোর ব্লু লাইনে। সম্প্রতি যতবার মেট্রো বিভ্রাট হয়েছে প্রতিবারই সবথেকে ব্যস্ত লাইন – ব্লু লাইনেই সমস্যা হয়েছে। বুধবার ফের আচমকাই আংশিক বন্ধ হয়ে গেল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। আশ্চর্যজনকভাবে এবার জানানো হল না পরিষেবা বন্ধ হওয়ার কারণ। এদিন বেলা পৌনে একটা থেকে বন্ধ হল দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল। পরিষেবা পাওয়া গেল দক্ষিণেশ্বর থেকে দমদম ও ময়দান থেকে শহিদ ক্ষুদিরামে পরিষেবা।

বুধবার বেলা বাড়তেই সমস্যা শুরু হয় মেট্রোর ব্লু লাইনে। বেলা সাড়ে ১১টার পর থেকেই প্রতি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে করিয়ে চালানো হয় ট্রেনগুলি। এরপর পৌনে ১টা নাগাদ সম্পূর্ণ ভেঙে পড়ে মেট্রোর পরিকাঠামো। সাধারণত আত্মহত্যার চেষ্টা বা সিগনাল সংক্রান্ত সমস্যায় মেট্রোর পরিষেবা বিঘ্নিত হলে জানিয়ে দেওয়া হয় কারণ। কিন্তু বুধবার তা হয়নি। এককথায় কোনও কারণ না দেখিয়েই আংশিক বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। এমনকি বিভিন্ন স্টেশনে বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারগুলিও।

আরও পড়ুন: ওষুধ বিক্রিতে কড়া রাজ্য, বৃহস্পতির মধ্যে মজুত মেডিসিনের তালিকা পাঠানোর নির্দেশ হাসপাতালগুলিকে

জানা যায়, গিরিশ পার্ক ও মহাত্মাগান্ধী মেট্রো স্টেশনের মাঝে লাইনে সমস্যা দেখা যায় আচমকাই। দ্রুত মেরামতির কাজের জন্য কোনও পরিকল্পনা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় মেট্রোর পরিষেবা আংশিকভাবে। অথচ দমদম বা অন্যান্য স্টেশনে যাত্রীদের ওঠার আগে জানানো হয়নি বিভ্রাটের ব্যাপারে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ইঞ্জিনিয়ার দিয়ে মেরামতির কাজ শুরু হলেও অন্ধকারে রাখা হয় যাত্রীদের।

Related articles

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...
Exit mobile version