Monday, November 17, 2025

আমাদের পাড়া আমাদের সমাধান: কলকাতা পুরসভায় টেন্ডারিং শুরুর প্রস্তাব

Date:

স্থানীয় সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যজুড়ে অভিনব পন্থায় আমাদের পাড়া আমাদের সমাধান (Amader Para Amader Samadhan) প্রকল্প চালু করেছেন, যেখানে প্রতিটি বুথের কাজের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে ৯০ শতাংশ সমস্যা সমাধানের পথে এগিয়ে গিয়েছে বাংলা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) নিজেই। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা এলাকায় সমস্যা নথিভুক্ত করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই সমস্যার সমাধানের কাজ ১৫ জানুয়ারির মধ্যে করার জন্য দ্রুত টেন্ডারিং প্রক্রিয়া (tendering process) শুরু করার প্রস্তাব পেশ করা হয় কলকাতা পুরসভায় বুধবার।

ইতিমধ্যেই কলকাতা পুরসভার (Kolkata Corporation) সব ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ প্রায় সম্পূর্ণ বলে জানান কাউন্সিলর বিশ্বরূপ দে (Biswapur Dey)। তিনি জানান, সমস্যা নথিভুক্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে। এই সব কাজই ১৫ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই পরিস্থিতিতে কোনও ওয়ার্ডে (ward) অর্থের প্রয়োজন অনুভব করা হয়েছে। একইভাবে কোনও ওয়ার্ডে অর্থ অতিরিক্ত হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ত্রাণ-সাহায্য একাই সামলাচ্ছে রাজ্য, সাধারণ মানুষের কাছে সাহায্যের আর্জি মুখ্যমন্ত্রীর

প্রকল্পে সুষ্ঠুভাবে সব সমস্যার সমাধানের জন্য তিনি বুধবার কলকাতা পুরসভায় প্রস্তাবও পেশ করেন। তাঁর প্রস্তাবে উল্লেখ করা হয়, ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডের বুথে বুথে যে শিবিরগুলির কাজ শেষ হয়েছে ও সমস্যা নথিভুক্ত হয়েছে, সেই ওয়ার্ডগুলির জন্য টেন্ডারিং প্রক্রিয়া অবিলম্বে শুরু করা প্রয়োজন। তা না হলে ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করা যাবে না। কলকাতা পুরসভাকে (Kolkata Corporation) উদ্যোগী হতে হবে যাতে এক বুথে অর্থ অতিরিক্ত হলে তা অন্য বুথে প্রয়োজনে ব্যবহার করতে পারা সম্ভব হয়।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version