Monday, November 17, 2025

বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত সমর্থকদের, শিল্ড ফাইনালে মোহনবাগান

Date:

শনিবার আইএফএ শিল্ড(IFA Shiled) ফাইনালে ডার্বি। ইস্টবেঙ্গল আগেই টিকিট নিশ্চিত করেছিল, বুধবার ইউনাইটেড স্পোৰ্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান(Mohun Bagan)।সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে গোল করেন দিমিত্রি ও আরেকটি আত্মঘাতী গোল।

বিক্ষোভ-প্রতিবাদের ধারা অব্যাহত থাকল আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচেও। কিশোর ভারতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই সমর্থকরা ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে প্রতিবাদ জানান সমর্থকরা। গ্ল্যালারিতেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে থাকেন সমর্থকরা। কিন্ত মাঠে তার প্রভাব পড়ল না। মসৃণ জয় তুলে নিয়েই শিল্ড ফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড।

প্রথম  একাদশে মোলিনা ফেরালেন দিমিত্রিকে। এই ম্যাচে নেতৃত্বও দিলেন অজি স্ট্রাইকার। চোটের জন্য ছিলেন না অনিরুদ্ধ থাপা, বিশাল কাইথও ছিলেন না। শুরুতে কিছুটা অগুছালো দেখাচ্ছিল মোহনবাগানেকে। ম্যাচের  শুরুতে কিছুটা চাপ দেয় ইউনাইটেড। তবে ১৭ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল  মোহনবাগান।  রবসনের পাস থেকে গোল করতে পারলেন না অভিষেক।২১  মিনিটে আত্মঘাতী গোল করে ফেলেছিলেন মোহনবাগানের মেহতাব সিং।

প্রথমার্ধের শেষে কামিংসের পাস থেকে গোল করলেন দিমিত্রি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় মোহনবাগান। জেসন কামিংসের শট বাঁচান ইউনাইটেড গোলকিপার। তবে সেই বল অঙ্কন ভট্টাচার্যের পায়ে লেগে গোলে ঢুকে যায়। এরপর একাধিক পরিবর্তন করা হলেও গোল সংখ্যা বাড়েনি। আগামী শনিবার খেতাব জয়ের ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান।

আরও পড়ুন:“ক্রিকেটাররা ভয় পান নির্বাচকদের!” বিস্ফোরক মন্তব্য রাহানের

ম্যাচ শেষে বিক্ষোভ দেখান সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। দিমিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সমর্থকরা। তার গাড়ি আটকে রাখেন সমর্থকরা। শেষ পর্যন্ত ফুটবলারের নিরাপত্তায় কঠোর হয় পুলিশ। ডার্বির আগে বেশ উত্তপ্ত মোহনবাগানের পরিবেশ।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version