Monday, November 17, 2025

দিল্লিতে ‘সবুজ আতশবাজি’ পোড়ানোয় সবুজ সংকেত সুপ্রিম কোর্টের

Date:

দিল্লিতে (Delhi) দিওয়ালিতে সময় এবার পোড়ানো যাবে সবুজ বাজি! বুধবার সুপ্রিম কোর্ট(Supreme Court) এক রায়ে জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাজি পোড়ানোতে আর নেই কোনও নিষেধাজ্ঞা। দিল্লিতে বাজি পোড়ানো নিয়ে একগুচ্ছ আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। দেওয়ালিতে যাতে বিধিবদ্ধভাবে কয়েক ঘণ্টা পরিবেশ বান্ধব বাজি পোড়ানো, বিক্রি ও উৎপাদনের অনুমতি দেওয়া হয়, সে ব্যাপারে বেশ কিছু আর্জি জমা পড়েছিল শীর্ষ আদালতে। বাচ্চাদের আনন্দের কথা মাথায় রেখে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন জানান, আগামী ১৮-২১ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। রাত ৮টা-রাত ১০টা পর্যন্ত এবং সকালে ৬টা-৭টা পর্যন্ত পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। আরও পড়ুন: দিল্লিতে দূষণের থাবা! রাজধানীর বাতাসের গুণগতমান নিয়ে চিন্তায় পরিবেশবিদরা

ক’দিন পরেই দেওয়ালি। কিন্তু দিল্লিতে শীত আসার আগেই বায়ুতে দূষণের মাত্রা ‘খারাপ’ ক্যাটাগরি ছাড়িয়েছে। চলতি বছরের জুলাইতে ‘দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি’ দিল্লি ও NCR এলাকার মধ্যে সব ধরনের আতশবাজি তৈরি, মজুত, বিক্রি করা ও ফাটানো নিষেধাজ্ঞা জারি করে। এর চারমাস আগেই সুপ্রিম কোর্টও আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করে। দিল্লি-এনসিআরে গ্রিন ক্র্যাকারেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু এবার কচিকাঁচাদের কথা মাথায় রেখেই সবুজ বাজি পোড়ানোতে সবুজ সংকেত দিয়েছে শীর্ষ আদালত। পরিবেশ বান্ধব বাজি বিক্রি ও পোড়ানো যাবে কেবলমাত্র পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও সংশ্লিষ্ট সংস্থাগুলির অনুমোদন ও ছাড়পত্র মেলার পর। নির্দিষ্ট জায়গাতেই বাজি বিক্রি করতে হবে কিউআর কোডসহ। এইসবএর উপর নজর রাখার জন্য পুলিশকে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version