রঞ্জি ট্রফির(Ranji Trophy) ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পেল বাংলা দল(Bengal)। উত্তরাখণ্ডের প্রথম ইনিংসে ২১৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ২৭৪। আপাতত ৬১ রানের লিড বাংলার।

১ উইকেটে ৮ রান খেলতে শুরু করে বাংলা। দিনের শুরুতেই আউট হলেন সুদীপ কুমার ঘরামি, মাত্র ১৫ রান করে। আরও দুই উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতির পরেই ধাক্কা খায় বাংলা। অনুষ্টুপ মজুমদার (৩৫) ও অভিষেক পোড়েলও (২১) ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হলেন।

একটা সময়ে বাংলার স্কোর ছিল চার উইকেটে ৯৮ রান।চাপের মুখে হাল ধরেন সুদীপ চট্টোপাধ্যায়। পাশে পান সুমন্ত গুপ্তকে।অত্যন্ত ধৈর্যশীল ইনিংস খেললেন সুদীপ। ৯৮ রানের একটা ইনিংস খেলে বাংলাকে নিশ্চয়তা দিলেন। মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া হল। ২৬৪ বলের ইনিংসটি ধ্রুপদী টেস্ট ইনিংসের তকমা পেতে পারে। ১২টি বাউন্ডারি দিয়ে সাজানো সুদীপের ইনিংস।

দিনের শেষে সুমন্ত গুপ্ত ৮২ রানে অপরাজিত আছেন, এবং বিশাল ভাটি ১৫ রানে ফিরে গেলেন। তিন পয়েন্ট আগেই নিশ্চিত করেছে বাংলা। এবার সরাসরি জয় পেতে হলে তৃতীয় দিনের শুরুতেই বড় রান তুলবে হবে বাংলাকে। উত্তরাখণ্ডের হয়ে দেবেন্দ্র বোরা একাই তুলে নিয়েছেন চার উইকেট।

আরও পড়ুন :ডার্বির আগে শক্তি বৃদ্ধি দুই দলের, মোহনবাগান অনুশীলনে বিপত্তি

বাংলার লক্ষ্য অন্তত ১৫০ রানের লিড নেওয়া। তারপর দ্রুত প্রতিপক্ষের ১০ উইকেটে ফেলা।
