লক্ষ্মীবারের সকালে মহানগরীতে দুর্ঘটনা (Car Drowned in Ganges)। নিমতলা ঘাট (Nimtala Ghat) এলাকায় মাঝগঙ্গায় ভেসে গেল আস্ত এক চারচাকা গাড়ি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জোড়বাগান থানার পুলিশ (Jorbagan Police Station)। ট্রাফিক গার্ডের তরফেও গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে গাড়ির ভেতরে কেউ ছিলেন না। কীভাবে গাড়িটি গঙ্গায় তলিয়ে গেল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এদিন এক ব্যক্তি তাঁর মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। গাড়িটি নিমতলা ঘাট থেকে বেশ খানিকটা দূরে পার্ক করা হয়েছিল। পুলিশের অনুমান হ্যান্ড ব্রেক না দেওয়া থাকায় ঢাল বেয়ে গাড়িটি গঙ্গার দিকে গড়িয়ে যেতে শুরু করে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গাড়িটি আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। হতাহতের কোনও খবর নেই।

–

–

–

–

–

–

–

–
–