বৃহস্পতিবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি অভিযান। বালি পাচার মামলার তদন্তে কলকাতা (Kolkata), আসানসোল (Asansol), ঝাড়গ্রাম (Jhargram) ও বর্ধমানের (Burdwan )বিভিন্ন এলাকায় হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এই সমস্ত জায়গায় বসবাসকারী বিভিন্ন ব্যবসায়ীদের বাড়ি অফিসে এই তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালি পাচার থেকে শুরু করে কালো টাকা সাদা করার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ।
ভোট এলেই কেন্দ্রের বিজেপি সরকার তাদের এজেন্সি দিয়ে এরাজ্যের নেতা-মন্ত্রীদের হেনস্থা করার জন্য সক্রিয় হয়ে ওঠে বলে বারবার অভিযোগ উঠেছে (BJP Agency Politics)। কয়েকদিন আগেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা। বৃহস্পতির সকালে ইডি-র টিম পৌঁছয় আসানসোলের তিন এলাকা ও ঝাড়গ্রামের চারটি জায়গাতেও যায়। কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও গিয়েছেন ইডির তদন্তকারীরা। বর্ধমানেও তল্লাশি অভিযান অভিযান তাঁদের৷ আসানসোলে মুর্গাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা বলে খবর মিলেছে। কলকাতার জি ডি মাইনিং প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অরুণ সরফের বিরুদ্ধে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ থাকায় সেখানেও হানা দিয়েছে ইডি।
–
–
–
–
–
–
–
–
