Monday, November 17, 2025

সেনাদের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ! এনডিআইটিএ ও প্রিন্সটন ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির

Date:

দেশের সাহসী সেনাদের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ নিল এনডিআইটিএ (NDITA) ও প্রিন্সটন ক্লাব। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সহযোগিতায় আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির, যা উৎসর্গ করা হয়েছিল দেশের জওয়ানদের উদ্দেশ্যে। এই শিবিরে মোট ৮০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে, যা ব্যবহৃত হবে সেনা সদস্য, তাঁদের পরিবার ও প্রবীণ যোদ্ধাদের জন্য। এই মহৎ কর্মসূচিতে অংশ নেন মার্লিন গ্রুপ, প্রিন্সটন ক্লাব, অ্যাক্রোপলিস মল ও হোমল্যান্ড মলের কর্মীরা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে রক্তদান শিবির।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট রাহুল উদয় কুমার আয়োজক ও দাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রক্ত হল মানুষের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার। প্রিন্সটন ক্লাব ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এনডিআইটিএ-র এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সেনা সদস্য ও তাঁদের পরিবারের পাশে থাকার এই প্রয়াসকে আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানাই।”

মেরলিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা বলেন, “মেরলিন গ্রুপ সবসময় ব্যবসার গণ্ডি ছাড়িয়ে সমাজের সেবায় বিশ্বাসী। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই রক্তদান কর্মসূচি আমাদের তরফে এক ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য সেই সাহসী যোদ্ধাদের প্রতি, যাঁরা আমাদের দেশ রক্ষা করেন।”

মার্লিন গ্রুপের ডিরেক্টর সিমা মোহতা বলেন, “রক্তদান মানেই জীবনদান। আমরা কৃতজ্ঞ ভারতীয় সেনাবাহিনীর প্রতি, যাঁরা আমাদের এই মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। রক্তদান শুধু অন্যের জীবন বাঁচায় না, দাতার নিজের হৃদয় ও লিভারের স্বাস্থ্যের পক্ষেও উপকারী।”পুরো অনুষ্ঠানটি সমাজের প্রতি দায়বদ্ধতা ও দেশের রক্ষাকর্তাদের প্রতি কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেয়, এবং নাগরিকদের জীবনরক্ষাকারী উদ্যোগে অংশগ্রহণে উৎসাহিত করে।

আরও পড়ুন- প্লাস্টিক নিয়ন্ত্রণে পুলিশের সাহায্য চাইল পুরসভা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version