Monday, November 17, 2025

ফেডারেশনের ব্যর্থতায় ধৈর্য্য হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা, নাম তুলে নিল রিয়াল কাশ্মীর

Date:

কল্যাণ চৌবের আমলে ভারতীয় ফুটবলের সংকট অব্যাহত আইএসএল(ISL) কবে হবে তা কেউ জানে। এবার  সুপার কাপে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে একই গ্রুপে থাকা রিয়াল কাশ্মীর(Real Khasmir)নাম প্রত্যাহার করে নিল। ফলে নতুন করে গ্রুপ বিন্যাস  করতে হবে ফেডারেশনকে।

উপত্যকার দল হিসাবে ভারতীয় ফুটবল মানচিত্রে জায়গা করে নিয়েছিল রিয়াল কাশ্মীর।সূত্রের খবর,   এআইএফএফ-র খামখেয়ালিপনায় সেই রিয়াল কাশ্মীর দলটাই উঠে যাচ্ছে! ফেডারেশনের ব্যর্থতায় ভারতীয় ফুটবল নিয়ে  ধোঁয়াশা অব্যাহত। এই টালবাহানার মধ্যে আর দল চালাতে চাইছে না রিয়াল কাশ্মীর কর্তৃপক্ষ। বিগত কয়েক বছরে একের পর এক ক্লাব  দল তুলে নিয়েছে। এবার সেই তালিকায় সম্ভবত যুক্ত হতে চলেছে রিয়াল কাশ্মীরের নামও।

গত মরশুমে আই লিগে তৃতীয় হয়েছিল  রিয়াল কাশ্মীর। এর আগে একাধিক খেতাব জিতেছিল রিয়াল কাশ্মীর।  কিন্ত ফেডারেশনের খামখেলায়িপনায় সেই দলই উঠে যেতে চলেছে।

এদিকে, আইএসএল নিয়ে জটিলতা ফ্র্যাঞ্চাইজিগুলো অত্যন্ত বিরক্ত। আইএসএলের টেন্ডার নির্ধারিত ১৫ই অক্টোবরের মধ্যে ডাকেনি এআইএফএফ ।  আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বাংলার তিন প্রধান বাদে বাকি ১০ ক্লাব এবার চিঠি দিল ফেডারেশনকে। ফেডারেশনের কার্যকরী কমিটির সিনিয়র সদস্যদের আপত্তিতে এখনও আটকে রয়েছে আইএসএলের টেন্ডারের নোটিস দেওয়ার প্রক্রিয়া।

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ বর্তমানে দেশে নেই। তার অকটি অ্যাওয়ার্ড ফাংশানে অনুষ্ঠানের জন্য সৌদি আরবে রওনা হয়ে গিয়েছেন। তাঁরা ফিরবেন ২১ অক্টোবর। ফলে আইএসএলের টেন্ডার নোটিস প্রক্রিয়া আরও বিলম্বিত হবে। এর ফলে অনিশ্চয়তার মধ্যে রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন:অল্প শব্দেই অবসর জল্পনা উস্কে দিলেন কোহলি, সমস্যাকে সঙ্গী করেই অস্ট্রেলিয়ায় গিলরা

সুপ্রিম কোর্টে ফেডারেশন জানিয়েছিল ১৫ অক্টোবরের মধ্যেই আইএসএলের সব প্রক্রিয়া সমাপ্ত করে ডিসেম্বর থেকে লিগ শুরু হবে। কিন্তু কোথায় কী!

Related articles

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...
Exit mobile version