সোশ্যাল মিডিয়ার হুড়োহুড়ি। মানুষে মানুষে ব্যক্তি আক্রমণে অবক্ষয়। সব পিছনে ফেলে আবার মানুষের নিজের শিকড়ে ফিরে যাওয়ার কাহিনী ‘শেকড়’। মন্ত্রী তথা পরিচালক ব্রাত্য বসুর (Bratya Basu) পরিচালনায় আগামী বছর মুক্তি পাবে এই চলচ্চিত্র। তারই জমজমাট শুটিং বোলপুরের (Bolpur) কাছে মোহনপুরে। শুক্রবার বাগপাড়া গ্রামে বসেছিল ‘শেকড়’ ছবির সেট। আর সেখানেই পরিচালক ব্রাত্য জানালেন তাঁর কাহিনী ও কুশীলবদের বিস্তারিত। বাংলার তথা জাতীয় চলচ্চিত্রের একাধিক স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি এই ছবিতে অভিনেতার ভূমিকায় রয়েছেন দুই রাজনীতিক, জানালেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
গত তিন দিন ধরেই বোলপুরের কাছে মোহনপুরের লোকেশনে শুটিং করছেন পরিচালক ব্রাত্য বসু। বিভূতিভূষণের (Bibhutibhushan Bandyopadhyay) বীরভূমে তাঁরই দুটি কাহিনী মিলিয়ে তাতে বর্তমানের মোড়ক দিয়ে কাহিনী পরিকল্পনা পরিচালকের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা কাহিনী বর্তমানের প্রেক্ষাপটে আধুনিক হয়েছে। যদিও মানুষের শিকড়ে ফিরে যাওয়ার মূল বিষয়টি আজও অমলিন, জানাচ্ছেন পরিচালক। তিনি জানান, প্লটটুকু (plot) রয়েছে। ২০২৫-এ বাকিটা পাল্টে গিয়েছে। বলা যেতে পারে, পুরোনো রেসিপি (recipe) নতুন কড়াইতে।
বোলপুরে যে শুটিং (shooting) চলছে সেখানে উপস্থিত রয়েছেন চঞ্চল চৌধুরি, সীমা বিশ্বাস, লোকনাথ দে, কুণাল ঘোষ। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ঋদ্ধি সেন, অম্বরিশ ভট্টাচার্য, অঙ্গনা রায়, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ। রাজনীতির অঙ্গনের পাশাপাশি দ্বিতীয় চলচ্চিত্র অভিনয় কুণাল ঘোষের। সেই সঙ্গে এই ছবিতে দেখা যাবে বিধায়ক নারায়ণ গোস্বামীকে।
আরও পড়ুন: জুবিনের অকাল প্রয়াণে স্থগিত অসমের ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল
বোলপুরে শুটিংয়ে গিয়ে শুটিং ও নিজের চরিত্র নিয়ে কুণাল ঘোষ জানান, ব্রাত্য বসু পরিচালিত ফ্রেন্ডস কমিউনিকেশন ও ফিরদৌস হাসান প্রযোজিত নতুন ছবি শেকড়। তার শুটিং হচ্ছে। আউটডোর পড়েছে বোলপুরে। রাজনৈতিক তারকা নারায়ণ গোস্বামী রয়েছেন। আমি একটি রাজনৈতিক চরিত্রে রয়েছি। পরিচালক ব্রাত্য বসু (Bratya Basu) বিভূতিভূষণের (Bibhutibhushan Bandyopadhyay) দুটি গল্পকে মিশিয়ে একটি আজকের দিনের, ২০২৫-এর চালচিত্রে একটি স্কেচ করেছেন। আউটডোর মানে জমজমাট পরিবেশে শুটিং। ব্রাত্য একদিকে নাট্যকার, পরিচালক, নিজে অভিনেতা। তাঁর একাধিক নাটক সুপারহিট, পরপর সিনেমা সুপারহিট। অত্যন্ত রুচিসম্মত সমাজের দলিল তৈরি করে দেন ব্রাত্য।
–
–
–
–
–
