‘বহিরাগত’ তিনি যে মন্তব্য করছিলেন, গদি মিডিয়া তার বিকৃত ব্যাখ্যা করে কুৎসা ছড়িয়েছে। শুক্রবার, কালীপুজোর (Kali Pujo) উদ্বোধনে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, দলের কাউন্সিলর তিনি বলেছিলেন, যাতে বস্তি তুলে সেখানে বাংলার বাড়ি প্রকল্পের অধীন গরিব মানুষের জন্য বাড়ি করে দেওয়া হয়। তৃণমূল সুপ্রিমো নিজের দলের কাউন্সিলরদের বকেছেন, সেই অধিকার তাঁর আছে। কিন্তু সেই কথার ভুল ব্যাখ্যা করে প্রচার করে গদি মিডিয়া। ক্ষোভ উগরে দেন মমতা। একই সঙ্গে তিনি জানান, বাংলায় সর্বধর্ম-সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকেন।
আরও খবর: ভালো আছে লাকি! জানালেন কার্শিয়ং-এর DFO, পুরস্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আমি দলের কাউন্সিলরদের (Councilor) মিটিংয়ে বলেছিলাম, বস্তি থেকে গরিব মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, তোমরা ওদের থাকার জন্য বাংলার বাড়ি বানাচ্ছো না কেন? বস্তিতে থাকা অপরাধ নয়। কেউ যদি জমি কিনে নেন, আর তার জন্য ২০০ জন মানুষকে তাড়িয়ে দেন—তা মানবিক নয়। আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম।”

মঙ্গলবার আলিপুরের ধনধান্যে ভবানীপুর তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দার্জিলিং থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, “ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। বাইরে থেকে এসে অনেকেই জায়গা কিনে বাড়ি তৈরি করছে। কিন্তু ফ্ল্যাটে থাকলেও তারা পাচ্ছে না জল, ড্রেনেজ, পরিকাঠামোও নেই।” এই মন্তব্যে অপব্যাখ্যা করে সংবাদমাধ্যমের একাংশ এই “বহিরাগত”-এর নিয়ে কুৎসা করে। সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ করে মমতা বলেন, “আমার কথাটার ভুল ব্যাখ্যা করা হয়েছে। গোদি মিডিয়া, বলি এক করি আর এক। ওরা ভুল তথ্য ছড়াতে ওস্তাদ!”

নিজের মন্তব্যের ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আমার দলের নেতাদের সতর্ক করেছিলাম, গরিব মানুষের পাশে থাকো। কাউকে অন্যায়ভাবে সরিয়ে দিও না। মানবিকতা নিয়েই আমাদের কাজ করতে হয়। কিন্তু সেটাকেই এমনভাবে প্রচার করা হল যাতে মানুষ বিভ্রান্ত হয়।”

মমতা স্পষ্ট জানান, “ভবানীপুর আমার বাড়ি, এখানকার সকলে আমার নিকটজন। আমি এখানকার কারও বিরুদ্ধে বলিনি। আমি শুধু চেয়েছি, গরিব মানুষ যেন বাঁচে, বস্তির মানুষ যেন জায়গা পায়।” উষ্মা প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি যা বলি, গদি মিডিয়া তার উলটো করে দেয়। কিন্তু মানুষ জানে, আমি সব সময় তাদের পাশে আছি।”

–

–

–

–

–