সন্তানের সামনেই স্ত্রীকে গলা টিপে খুন! শুক্রবার ঘটনাটি ঘটেছে দমদমের (Dumdum) ছাতাকলে। মৃত মহিলার নাম বিউটি বোস। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে বিউটিকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।
স্থানীয়দের মতে, স্বামী অমিত বোস ও স্ত্রী বিউটি বোস দমদম হনুমান মন্দিরের কাছে এক বাড়ির দোতালায় ভাড়া থাকতেন। তাঁদের একটা ১০ বছরের সন্তান আছে। কিন্তু স্বামী-স্ত্রী দুজনের মধ্যে প্রায়শই ঝামেলা চলতো, বিশেষ বনিবনা ছিল না। তাঁদের মতে বেশ কয়েক দিন ধরে স্বামী-স্ত্রী আলাদা আলাদা ঘরে থাকতেন। কিন্তু ঘটনার দিন রাতে তাঁরা একসঙ্গে ছিলেন। রাতে কি হয়েছিল তা এখনও জানা যায়নি। তবে সন্তানের সামনেই অমিত-ই তাঁর স্ত্রীকে গলা টিপে খুন করেন। তবে অভিযোগ উঠেছে স্ত্রীকে খুন করে ঘরের টাকা ও গয়না নিয়ে চম্পট দেন অমিত।

ছেলের চেঁচামেচিতে প্রতিবেশীরা জড় হন। তাঁরাই নাগেরবাজার থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করেই খুন নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই স্পষ্ট হবে বলে দাবি পুলিশের। আরও পড়ুনঃ সঙ্কটে ভরসা ‘দিদি’-ই, বিকল্প পেশার দাবিতে নবান্নে চিঠি রিকসা চালকদের

–

–

–

–

–

–

–
