Monday, November 17, 2025

হাত তুলে নিল ইনভেস্টর, সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি মহমেডান

Date:

সংকট ক্রমশ বাড়ছে মহমেডানের(Mohamedan)। আইএসএলে খেলানোর মতো বাটেজ নেই ইনভেস্টরের। ফলে নতুন করে বিনিযোগকারী সংস্থা খুঁজতে হবে মহমেডান কর্তাদের। এর ফলে ৫ মাস সময় নষ্ট ছাড়া কিছুই পেল না মহামেডান। গোটা বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banarjee) আবারও চিঠি দিয়ে জানাল মহামেডান স্পোর্টিং।

গত মরশুমে ফুটবলারদের বেতন বকেয়ার জন্য মহমেডানের ওপর রেজিস্ট্রেশন ব্যান চাপিয়েছে ফিফা। এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করতে পারেনি সাদা-কালো কর্তারা। ডুরান্ড কাপেও উল্লেখযোগ্য ফলাফল ছিল না। রেজিস্ট্রেশন ব্যান না উঠলে ভালো দলও গঠন করতে পারবেন না তারা। এই পরিস্থিতিতে ইনভেস্টার সমস্যার জট মেটানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মহামেডান কর্তারা।

এর আগে মহমেডানকে আইএসএলে খেলানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেন মমতা। এবারও জট কাটাতে তাঁর হস্তক্ষেপের আবেদন করেছেন কর্তারা। এবার ঘরোয়া লিগে খুবই খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল মহামেডানকে।

ঘরোয়া লিগে কোনওরকমে অবনমন বাঁচিয়েছে মেহরাজ ব্রিগেড। ডুরান্ডেও হতশ্রী দশা। ঐতিহ্যের আইএফএ শিল্ডে অংশ নেয়নি রেড রোডের পাশের ক্লাব। কান পাতলে শোনা যাচ্ছে, খরচ বাঁচাতেই এমন সিদ্ধান্ত। সামনেই সুপার কাপ কর্তারা নিজেদের খরচে দল পাঠানোর কথা বলেছেন।

এর আগে রবিবার মহমেডানের কর্তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান কিন্তু উত্তরবঙ্গ সফরের ব্যস্ততার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি মহমেডান কর্তাদের। তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে আসেন। মহমেডান কর্তাদের আশা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলেই জট কাটবে।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version