Sunday, November 16, 2025

গুজরাটে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নদিয়ার পরিযায়ী শ্রমিকের 

Date:

ভিনরাজ্যে রোজগারের সন্ধানে গিয়েছিলেন নদিয়ার এক যুবক। কিন্তু সেই শ্রমিকের ঘরে ফিরল শুধু তাঁর নিথর দেহ। গুজরাটে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা মশিয়ার বিশ্বাস। শনিবার সন্ধ্যায় তাঁর মৃতদেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে এল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের কুরুম বেরিয়াম এলাকার বাসিন্দা ছিলেন ৩১ বছরের মশিয়ার বিশ্বাস। পেশায় রাজমিস্ত্রি, কাজের খোঁজে দুই মাস আগে গুজরাটে গিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার, অর্থাৎ ১৬ অক্টোবর, নির্মীয়মাণ একটি বহুতলে কাজ করার সময় আচমকাই ছাদ থেকে পড়ে যান তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা হিসেবে ধরা হলেও, ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় সূত্রে খবর, গুজরাট পুলিশ ইতিমধ্যেই ঘটনাটি তদন্ত করে দেখছে।

শুক্রবার পরিবারের কাছে খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে হরিণঘাটায়। শনিবার সন্ধ্যায় গুজরাট থেকে মৃতদেহ এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মশিয়ার ছিলেন ওই পরিবারের অন্যতম উপার্জনকারী, ফলে তাঁর অকালমৃত্যুতে বিপাকে পড়েছে গোটা পরিবার। গ্রামবাসীদের কথায়, “দুই মাস আগে ভালোভাবে গিয়েছিল, আজ শুধু দেহটা ফিরল। এখন সংসার চলবে কীভাবে?” পরিবারের দাবি, ঘটনার সম্পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।

আরও পড়ুন – বিবাহিত হলেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার স্ত্রীর: দিল্লি হাই কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version