Sunday, November 16, 2025

এগিয়ে থেকেও অধরা ট্রফি, শিল্ড ঘরে তুলল মোহনবাগান

Date:

আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ইস্টবেঙ্গল কে টাইবেকারে ৫-৪ গোলে হারাল সবুজ মেরুন। ম্যাচের প্রথম একাদশে মোহনবাগান যেমন রাখেনি রবসন রবিনহোকে তেমনই ইস্টবেঙ্গল অস্কারের তালিকাতে ছিলেন না হিরোশি। ফলে দুই কোচই পুরনো ছকেই খেলতে শুরু করে।

মোহনবাগানের আক্রমন ভাগে ছিলেন জেসন কামিংস এবং ম্যাকলারেন। আক্রমণ- র ছকে দলকে খেলাতে শুরু করেন মোলিনা ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল মোহনবাগান । কামিংস-র পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেন ম্যাকলারেন। গোলরক্ষকের একা পেয়েও গোল করতে পারলেন না।

দু মিনিটের মধ্যেই সুযোগ তৈরি করে ইস্ট বেঙ্গলও কিন্তু গোল পায়নি ।ম্যাচের ১৯ মিনিটে মহেশের দুর্বল শট সহজভাবেই রক্ষা করেন বিশাল কাইথ।

তবে প্রথমার্ধের ঝড় উঠল ৩০ মিনিটের পর থেকে ।৩১ মিনিটে বক্সের মধ্যে আনোয়ার ম্যাকলারেনকে ট্যাকেল করায় মোহনবাগানের দল পেনাল্টি পায়। কিন্তু গোলের সহজ সুযোগ নষ্ট করলেন কামিংস। পেনাল্টি মিস করলেন অজি তারকা। এর কয়েক মিনিটের মধ্যেই ঝড় তুললেন ইস্টবেঙ্গল। ৩৫ মিনিটের মহেশের পাস থেকে গোল করলেন হামিদ । এরপর একাই সহজ সুযোগ নষ্ট করলেন হামিদ।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই খেলার সমতা ফেরাল মোহনবাগান ।আইপুইয়ার দূরপাল্লা শট গোল লাইন ক্রস করে গেল। প্রথমার্ধ শেষ হলো ১-১ গোলে। দ্বিতীয়ারদের শুরুতেই দুই কোচই পরিবর্তন করলেন। মোলিনা কামিংসকে তুলে নিয়ে নামালেন রবসনকে। অন্যদিকে, হামিদের পরিবর্তে লাল হলুদ কোচ নামালেন হিরোসিকে।
রশিদের দূরপাল্লার শর্ট একটুর জন্য বারের পাস দিয়ে বেরিয়ে গেল। একেবারে শেষ মিনিটে রবসনের হেড একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট হল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হলো এক এক গোলে এ ফলে খেলা গাড়লের অতিরিক্ত সময় কিন্তু অতিরিক্ত সময় প্রথমার্ধ কোন দলই গোল করতে পারল না মোহনবাগান কোচ নামালেন দিমিত্রি ও মনবীরকে। এই পর্বে মোহনবাগান বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হলেন। ১২০ মিনিট শেষে খেলা শেষ হল ১-১ গোলে। খেলা গড়াল টাইবেকারে,দেবজিতকে নামালেন লাল হলুদকে । টাইবেকারে লাল হলুদের হয়ে গোল করলেন মিগুয়েল, কেভিন, মহেশ। এরপর মিস করলেন জয় গুপ্ত।শেষ গোল করলেন হিরোসি, মোহনবাগানের হয়ে গোল করলেন রবসন, মনবীর,লিস্টন, দিমিত্রি ও মেহতাব সিং। ৫-৪ গোলে জয় পেল মোহনবাগান।

আরও পড়ুন – বিবাহিত হলেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার স্ত্রীর: দিল্লি হাই কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version