শিল্ড দখলের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী, জেনে নিন অ্যাডভান্টেজে কারা

Date:

Share post:

ডুরান্ড ডার্বির (Durand Derby) হতাশা মুছে শিল্ড জিততে মরিয়া মোহনবাগান। আবার লাল-হলুদ বাহিনী এবার অনেকটাই শক্তিশালী। ফলে যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবাসরীয় সন্ধ্যায় যে টানটান একটা ফুটবল ফাইনাল হতে চলেছে তা বেশ আঁচ করা যাচ্ছে। ঐতিহাসিক আইএফএ শিল্ডের ফাইনালে (IFA Shield Final) চেনা মাঠে আজ মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal match) । শুক্রবারের প্রেস কনফারেন্সে দুই দলই নিজেদের আত্মবিশ্বাসের কথা শুনিয়েছে। কিন্তু ডার্বিতে শেষ হাসি হাসবে কে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা আলোচনা শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

শুরুটা মোহনবাগানকে (Mohun Bagan) দিয়ে করা যাক। মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ডার্বির ফল সবুজ মেরুনের পক্ষে। আশাহত সমর্থকদের দুঃখ ভুলিয়ে দিতে মরিয়া শুভাশিস-মোলিনারা। কিন্তু দলীয় প্যারামিটার কী বলছে একটু সেদিকে লক্ষ্য দেওয়া যাক। এই ম্যাচে মনবীর সিংকে পাওয়া যাবে কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাগানের রক্ষণ বিভাগে দুই বিদেশীকে পেয়েছেন কোচ। আক্রমণে দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos), জেসন কামিংস (Jason Cummings) ও রবসন রবিনহোকে (Robson Robinho) একসঙ্গে খেলাতে পারছেন। ক্লাস প্লেয়াররা প্রত্যেকেই ফর্মে আছেন। রবসন – দিমিরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারলেই সবুজ মেরুন মশাল জ্বলবে যুবভারতীতে।জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)বরাবরই মোহনবাগান সমর্থকদের আশা দেন। তাই এই ম্যাচে তাঁর পারফরমেন্সে নজর থাকবে। তবে মাঝমাঠের অসামঞ্জস্যতা মাথা থেকে উড়িয়ে দিতে পারছেন না হোসে মোলিনা (Jose Francisco Molina)।

লাল হলুদের মাঝমাঠ নিয়ন্ত্রণ করছেন মিগুয়েল, সল ক্রেসপোরা। সেদিক থেকে অনেকটাই নিশ্চিন্ত অস্কার ব্রুজো (Oscar Bruzon) । সাম্প্রতিক পারফরমেন্সের দিকে তাকালেও ইস্টবেঙ্গল খানিকটা অ্যাডভান্টেজে আছে বলে মনে হতে পারে।

জাপানি স্ট্রাইকার হিরোশির চমক দেখতে চাইবেন ইস্টবেঙ্গল সমর্থকরা। জয় গুপ্তা আর কেভিন আসার পর ইস্টবেঙ্গল ডিফেন্স এখন অনেকটাই শক্তিশালী হয়েছে। তবে ভালো খেলেও মিগুয়েলের গোল না পাওয়া তাঁর আত্মবিশ্বাসে কতটা প্রভাব ফেলবে সেটা দেখার বিষয়। মহম্মদ রশিদের উপস্থিতি ডিফেন্স নিয়ে অনেকটাই স্বস্তিতে রাখবে অস্কারকে। তবে কথাতেই আছে যে ডার্বি ম্যাচের ক্ষেত্রে সব সময় দুই দলের ক্ষেত্রেই চান্স ৫০-৫০। বাকিটা মাঠে দেখার অপেক্ষা।

 

spot_img

Related articles

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...

ফের শূন্যতেই আউট, বিরাট প্রশ্নের মুখে কোহলির কেরিয়ার

রানের খরা কিছুতেই কাটছে না বিরাট কোহলির(Virat kohli)। পারথের পর অ্যাডিলেড। ০ রানেই আউট হলেন কিং কোহলি। সেই...