Monday, November 17, 2025

বর্ধমানে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল গুরুতর আহত মহিলা যাত্রীর

Date:

বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার প্রায় এক সপ্তাহ পরে মৃত্যু হল আহত এক রেলযাত্রীর। বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College) তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতালে সূত্রে জানা গিয়েছে। এই পদপিষ্টের (stampede) ঘটনায় এটিই প্রথম মৃত্যু। যদিও এই মৃত্যুর দায় রেল (Indian Railway) কর্তৃপক্ষ নেবে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি।

১২ অক্টোবর বর্ধমান রেল স্টেশনে (Bardhaman Railway station) একসঙ্গে দুটি ট্রেনের ঘোষণা হওয়ার পরে ওভার ব্রিজে দুদিকের যাত্রীদের ভিড়ে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হন অন্তত ১০ জন। হাসপাতালে ভর্তি করা হয় ৮ জনকে। এর মধ্যে ৭ জনকে আগে চিকিৎসার পরে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু উত্তরপাড়ার (Uttarpara) বাসিন্দা অপর্ণা মণ্ডলের আঘাত গুরুতর ছিল। তাঁকে বর্ধমান মেডিক্যালের আইসিইউ-তে (ICU) রেখে চিকিৎসা চলছিল।

আরও পড়ুন: চারবছরের শিশুকন্যা খুনের অভিযোগে গ্রেফতার দাদু

সোমবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় অপর্ণা মণ্ডলের। পরিবারের দাবি, ওই দিন তিনি বর্ধমানে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে স্টেশনে ফুট ওভার ব্রিজে (foot overbridge) হুড়োহুড়িতে পড়ে যান। এই ঘটনায় আগেই রেল কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছিল। দাবি করেছিল শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনে যাত্রীদের প্রচুর ভিড় সামলানোর পরিকাঠামো এখনও নেই। এর আগেও বর্ধমান স্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্টের ঘটনায় বহু রেলযাত্রীর মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও স্টেশনের পরিকাঠামোর উন্নতিতে এখনও কোনও পদক্ষেপ নিতে দেখা গেল না রেলকে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version