Sunday, November 16, 2025

শহরের ৪৮টি মণ্ডপে কালী প্রতিমা সেজেছে বহুমূল্য গয়নায়, নিরাপত্তায় মোতায়েন কলকাতা পুলিশ

Date:

কালিপুজো একরাতের হলেও ভক্তি আর জাঁকজমকে খামতি থাকে না কলকাতার পুজোয় (Kalipooja in Kolkata)। সব বারের মতো এবারেও শহরের কালীপুজোয় শোভা পাচ্ছে সোনার গয়না, রূপোর অলংকারে সাজানো মাতৃ-প্রতিমা। আর সেই কারণেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের ৪৮টি কালীপুজো মণ্ডপে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশবাহিনী। তিন শিফটে চালানো হচ্ছে কড়া নজরদারি। নিরাপত্তায় রয়েছে রাইফেলধারী কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টররাও।
পুলিশ সূত্রে খবর, যেসব মণ্ডপে লক্ষাধিক টাকার গয়না ব্যবহৃত হয়েছে, মূলত সেগুলোকেই ‘হাই রিস্ক’ তালিকায় রাখা হয়েছে। সেই মতো প্রতিটি মণ্ডপে তিন শিফটে দুই জন করে কনস্টেবল এবং এক জন আধিকারিক মোতায়েন রয়েছেন।

কলকাতা শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব, মধ্য এবং শহরতলি মিলিয়ে মোট ছয়টি জোনে ভাগ করে নির্দিষ্ট মণ্ডপগুলোকে চিহ্নিত করা হয়েছে। উত্তর কলকাতায় সবচেয়ে বেশি, ১৯টি মণ্ডপে বসানো হয়েছে সশস্ত্র পুলিশ। দক্ষিণে ৮টি, মধ্য কলকাতায় ৭টি, পূর্বে ৫টি, দক্ষিণ-পূর্বে ৫টি এবং শহরতলিতে ৩টি মণ্ডপে নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তা নিয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “প্রতিমার অলংকারের আর্থিক মূল্য অনেক। সেই কারণে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা।” আরও পড়ুন: চারবছরের শিশুকন্যা খুনের অভিযোগে গ্রেফতার দাদু

অন্যদিকে, পুজো উদ্যোক্তাদের দাবি, সোনার গয়না মণ্ডপে প্রদর্শনের ঐতিহ্য বহুদিনের। তবে এবার ভিড় ও গয়নার মূল্য বিচার করে প্রশাসনকে আগেভাগেই জানানো হয়েছে। পুলিশের সহযোগিতায় তারা স্বস্তিতে। উল্লেখযোগ্য মণ্ডপগুলোর মধ্যে রয়েছে:
উত্তর কলকাতায় চিৎপুর, কাশীপুর, বড়তলা, সিঁথি, আমহার্স্ট স্ট্রিট, টালা ও শ্যামপুকুর-জোড়াবাগান
দক্ষিণ কলকাতার আলিপুর, নিউ আলিপুর, চেতলা, টালিগঞ্জ
মধ্য কলকাতায় মুচিপাড়া, তালতলা, পোস্তা ও গিরিশ পার্কে সাতটি মণ্ডপে বিশেষ পাহারা থাকবে- এদের মধ্যে তালতলায় তিনটি মণ্ডপ
পূর্ব কলকাতার ট্যাংরা ও এন্টালির পাঁচটি মণ্ডপ। এছাড়াও যাদবপুর, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরে থাকবে পুলিশি সুরক্ষা।

আনন্দের উৎসবে যাতে কোনও অস্বস্তি না তৈরি হয়, তার জন্যই পুলিশের এই বিশেষ নজরদারি। কলকাতার পুজোর ইতিহাসে এমন সশস্ত্র নিরাপত্তা আগে খুব বেশি দেখা যায়নি, তবে সময়ের দাবি মেনেই এ বছর তৈরি পুলিশ প্রশাসন।

Related articles

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...
Exit mobile version