Sunday, November 16, 2025

চাঁদার জুলুমে দ্রুত পদক্ষেপ মানিকতলা থানার, অভিযোগের ৩ঘণ্টার মধ্য়ে জালে ৪ অভিযুক্ত

Date:

চাঁদার জুলুমের অভিযোগে দ্রুত পদক্ষেপ করল মানিকতলা থানা (Maniktala PS)। অভিযোগ পাওয়ায় ঘণ্টা তিনেকের মধ্যে গ্রেফতার চার অভিযুক্ত। চাঁদা না দেওয়ায় আক্রান্ত হন মানিকতলা থানা (Maniktala PS) এলাকার মুরারিপুকুরে শিল্পী পরিতোষ চক্রবর্তী (Paritosh Chakraborty)। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন শিল্পীর ছেলে। তার ভিত্তিতে প্রথমে অভিযুক্তদের ক্লাবে তালা দিয়ে দেয় পুলিশ। তারপরেই সারা কলকাতা জুড়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় চার অভিযুক্ত সন্তু সমাদ্দার, বিশু দাস, বিশ্বনাথ দাস, রাজা সরকারকে।

রবিবার শেষ রাতে প্রতিমার সাজসজ্জার কাজ সেরে বাড়ি ফিরছিলেন মৃৎশিল্পী পরিতোষ। আক্রান্তে অভিযোগ, সেই সময়স্থানীয় ক্লাবের কয়েকজন যুবক তাঁর পথ আটকে চাঁদার দাবি করেন। শুধু তাই নয়, তাঁদের দাবি ছিল, আগের বার চাঁদা দেননি পরিতোষ, সেই টাকাও এবারের সঙ্গে দিতে হবে। অস্বীকার করায় তাঁকে প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে গিয়ে বেদম মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় পরিতোষকে উদ্ধার করেন স্থানীয়রা। তাঁর চোখ ফুলে গিয়েছে। মাথায় ৫টি সেলাই পড়েছে। পরিতোষের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় হলেও, তাঁদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল না।

মানিকতলা থানার (Maniktala PS) পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জানান, গ্রেফতারি এড়াতে অটো ভাড়া করে কলকাতার একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পালিয়ে বেড়ায় সন্তুরা। নিজেদের নেটওয়ার্কে জাল বিছিয়ে দেয় মানিকতলা থানার পুলিশ। মাত্র ঘণ্টা তিনেকের মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version