মা হওয়ার পরে এই প্রথম জন্মদিন পরিণীতির। তাই স্বামী রাঘব চাড্ডা তাঁকে এবার একটু অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বিশেষ কিছু মুহূর্ত। রাঘবের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরে পরিণীতির বেবি বাম্পের ফটোশুট এর কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করলেন রাঘব।
এদিন নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন রাঘব। প্রথম ছবিতে দেখা যাচ্ছে কমলা রঙের স্যুট পরে পরিণীতি এবং তাঁর বেবি বাম্পে চুম্বন করছেন রাঘব। বাকি তিনটি ছবিতে পরিণীতি এবং রাঘবকে সাদা শার্ট এবং টি-শার্টে দেখা যাচ্ছে। পরিণীতির বেবি বাম্পে হাত রেখে পোজ় দিচ্ছেন তিনি। সব মিলিয়ে নিজেদের মতো করে আনন্দে মেতে উঠেছেন তারা। এই বিশেষ মুহূর্ত শেয়ার করে পরিণীতির জন্য একটি ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই শহরের নতুন এবং সেরা মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বান্ধবী থেকে স্ত্রী, মা এবং আমাদের সন্তানের মা— কী অসাধারণ একটা জার্নি।’
গত ১৯ অক্টোবর পরিণীতি এবং রাঘব চাড্ডার পুত্রসন্তান হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছিলেন তারা।লিখেছিলেন, ‘অবশেষে সে এসে গিয়েছে। আমাদের মিষ্টি ছেলে। আমরা সত্যিই আমাদের আগের জীবনের কথা আর মনে করতে পারছি না। আমাদের হৃদয় পরিপূর্ণ। আগে আমরা একে অপরের জন্য ছিলাম। এখন আমাদের জীবনে সবকিছু আছে।’
আরও পড়ুন- মিরিকের কাছে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে মৃত তিন, নিখোঁজ এক মহিলা
_
_
_
_
_
_
_
