Sunday, November 16, 2025

কাশ্মীর উপত্যকায় মাঝারি ভূমিকম্প, আতঙ্কে রাত জাগল উপত্যকা

Date:

মঙ্গলবার গভীর রাতে ফের কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। রাত ১১টা ৪৬ মিনিটে মাঝারি তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে। হঠাৎ কম্পনে ঘুম ভাঙে বহু মানুষের। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে, আপাতত প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগরসহ উপত্যকার একাধিক জেলায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় জনমনে। প্রশাসনের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত শুক্রবারও আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরের কিছু এলাকায়। সেই ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান–তাজিকিস্তান সীমান্তের কাছে প্রায় ১০ কিলোমিটার গভীরে। বিকেল ৫টা ৪৫ মিনিটে হওয়া সেই কম্পনেও ক্ষয়ক্ষতির খবর না মিললেও, মানুষের মনে আতঙ্কের ছায়া ঘনিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী এলাকায় ধারাবাহিকভাবে ভূমিকম্পের ঘটনা ঘটছে। মাত্র গত মাসেই দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২,২০০ জন। পুরো গ্রাম মাটির নিচে তলিয়ে যায়, ভেঙে পড়ে অসংখ্য বাড়িঘর।

সেই স্মৃতি এখনও তাজা উপত্যকার মানুষের মনে। মঙ্গলবার রাতের কম্পন যেন ফের সেই ভয়াবহ দিনের স্মৃতি উসকে দিল কাশ্মীরে।

আরও পড়ুন – দুর্যোগের অন্ধকারে সম্প্রীতির আলো, দীপাবলিতে উত্তরবঙ্গে দুর্গতদের পাশে মিজানুররা 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version