Sunday, November 16, 2025

দুর্যোগের অন্ধকারে সম্প্রীতির আলো, দীপাবলিতে উত্তরবঙ্গে দুর্গতদের পাশে মিজানুররা 

Date:

উত্তরবঙ্গের বন্যা ও ধসের দুর্যোগের মধ্যেও জ্বলে উঠল সম্প্রীতির দীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে “ধর্ম যার যার, উৎসব সবার” বার্তা দিয়েছেন, সেই কথার বাস্তব উদাহরণ দেখা গেল উত্তরের ত্রাণ শিবিরে। দীপাবলির রাতে ধর্মের ভেদাভেদ ভুলে এক সঙ্গে দীপ জ্বেলে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান।

দীর্ঘ বৃষ্টিপাত ও ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে প্লাবিত হয়েছে ডুয়ার্স ও পাহাড়ের বহু এলাকা। বহু মানুষ এখনও আশ্রয় নিয়েছেন সরকারি ত্রাণ শিবিরে। এই পরিস্থিতিতেই দীপাবলির রাতে মিজানুর রহমান পৌঁছন দুর্গতদের মধ্যে। হাতে নিয়ে যান মাটির প্রদীপ, মিষ্টি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী। উৎসবের আলোয় যাদের ঘর অন্ধকার, তাদের হাতে তিনি তুলে দেন আশার আলো। হিন্দু পরিবারের হাতে মাটির প্রদীপ তুলে দিয়ে মিজানুর বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু উৎসব সবার।”

ত্রাণ শিবিরে এক বৃদ্ধা প্রদীপ হাতে নিয়ে কাঁপা গলায় বলেন, “মা কালী তোমার মঙ্গল করুন বাবা।” সেই মুহূর্তে উপস্থিত সকলের চোখে জল। মিজানুরের এই উদ্যোগে দীপাবলির আলো যেন ছুঁয়ে গেল মানবতার অন্তর।

রাজ্য প্রশাসনের তৎপরতায় উত্তরবঙ্গে পুনর্গঠনের কাজ চলছে দ্রুত। ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি এই মানবিক উদ্যোগ যেন মনে করিয়ে দিল — বিপদের সময় রাজনীতি নয়, সম্প্রীতির হাতই একমাত্র ভরসা। দীপাবলির রাতে দুর্যোগের আঁধারে যে প্রদীপ জ্বাললেন মিজানুর রহমান, তা কেবল আলো নয় — তা বাংলার সম্প্রীতির প্রতীক, মুখ্যমন্ত্রীর শেখানো মানবিক রাজনীতির প্রতিধ্বনি।

আরও পড়ুন – দুর্গাপুরে আইকিউসিটি কাণ্ডে নতুন মোড়! খারিজ গণধর্ষণের অভিযোগ, বীর্য একজনেরই 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version