সারা দুনিয়ার কাছে বিজেপির জন্য ভারতের মাথা হেঁট হয়ে গেল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা পরপর সামনে আসছিলই এবার দুই অস্ট্রেলীয় (Australian) খেলোয়াড়কে শ্লীলতাহানির (molestation) অভিযোগ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore)। লজ্জার। এই ঘটনায় গোটা বিশ্বের কাছে ভারতের মুখে কালি লাগলো বিজেপি শাসিত এই রাজ্যের ঘটনায়। এর তীব্র প্রতিবাদ করে বিজেপিকে ধুয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার, যাঁরা আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC Womens’ World Cup) অংশ নিতে ভারতে এসেছেন, তাঁরা বৃহস্পতিবার ইন্দোরে একটি হোটেল থেকে ক্যাফের দিকে যাওয়ার সময় যৌন হয়রানির (molestation) শিকার হন বলে অভিযোগ। ঘটনার সময় খেলোয়াড়রা মোবাইলে সঙ্গে সঙ্গে এসওএস (SOS) মেসেজ পাঠান। সেই মেসেজ পেয়ে তাঁদের যিনি সিক্যুরিটি ম্যানেজার ছিলেন তিনি ছুটে আসেন। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তার দায়িত্ব যিনি রয়েছেন, সেই ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধেয় এমআইজি থানায় (MIG Police Station) একটি অভিযোগ দায়ের করেন। শুক্রবার আকিল নামের এক বাইক আরোহীকে পাকড়াও করা হয়েছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রের হাসপাতালে পুলিশ-সাংসদদের ‘রাজ’! আত্মহত্যার আগে চার পাতা লিখলেন চিকিৎসক

বিজেপিকে তোপ দেগে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,”বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলি নারী নির্যাতন, ধর্ষণ, মহিলাদের উপর নানারকম অত্যাচার এটা সীমাহীন পর্যায় পৌঁছচ্ছিল। এবার মধ্যপ্রদেশে (Madhyapradesh) যা ঘটল সারা পৃথিবীর বুকে ভারতের মাথা লজ্জায় হেট করে দিল এই বিজেপি। কিন্তু ক্রিকেটের আন্তর্জাতিক ময়দান আইসিসি মহিলা বিশ্বকাপে অস্ট্রেলীয় দুই খেলোয়াড়ের সঙ্গে অশালীন আচরণ হয়েছে। ভারতীয় জনতা পার্টি (BJP) ভারতের মুখে কালি লাগিয়ে দিল। আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেঁট করে দিল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার।”

–

–

–

–

–
–


