Monday, November 10, 2025

মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের শ্লীলতাহানি: বিশ্বমঞ্চে মুখ পুড়ল ভারতের, কটাক্ষ তৃণমূলের

Date:

সারা দুনিয়ার কাছে বিজেপির জন্য ভারতের মাথা হেঁট হয়ে গেল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা পরপর সামনে আসছিলই এবার দুই অস্ট্রেলীয় (Australian) খেলোয়াড়কে শ্লীলতাহানির (molestation) অভিযোগ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore)। লজ্জার। এই ঘটনায় গোটা বিশ্বের কাছে ভারতের মুখে কালি লাগলো বিজেপি শাসিত এই রাজ্যের ঘটনায়। এর তীব্র প্রতিবাদ করে বিজেপিকে ধুয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার, যাঁরা আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC Womens’ World Cup) অংশ নিতে ভারতে এসেছেন, তাঁরা বৃহস্পতিবার ইন্দোরে একটি হোটেল থেকে ক্যাফের দিকে যাওয়ার সময় যৌন হয়রানির (molestation) শিকার হন বলে অভিযোগ। ঘটনার সময় খেলোয়াড়রা মোবাইলে সঙ্গে সঙ্গে এসওএস (SOS) মেসেজ পাঠান। সেই মেসেজ পেয়ে তাঁদের যিনি সিক্যুরিটি ম্যানেজার ছিলেন তিনি ছুটে আসেন। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তার দায়িত্ব যিনি রয়েছেন, সেই ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধেয় এমআইজি থানায় (MIG Police Station) একটি অভিযোগ দায়ের করেন। শুক্রবার আকিল নামের এক বাইক আরোহীকে পাকড়াও করা হয়েছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রের হাসপাতালে পুলিশ-সাংসদদের ‘রাজ’! আত্মহত্যার আগে চার পাতা লিখলেন চিকিৎসক

বিজেপিকে তোপ দেগে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,”বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলি নারী নির্যাতন, ধর্ষণ, মহিলাদের উপর নানারকম অত্যাচার এটা সীমাহীন পর্যায় পৌঁছচ্ছিল। এবার মধ্যপ্রদেশে (Madhyapradesh) যা ঘটল সারা পৃথিবীর বুকে ভারতের মাথা লজ্জায় হেট করে দিল এই বিজেপি। কিন্তু ক্রিকেটের আন্তর্জাতিক ময়দান আইসিসি মহিলা বিশ্বকাপে অস্ট্রেলীয় দুই খেলোয়াড়ের সঙ্গে অশালীন আচরণ হয়েছে। ভারতীয় জনতা পার্টি (BJP) ভারতের মুখে কালি লাগিয়ে দিল। আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেঁট করে দিল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version