Tuesday, November 18, 2025

বন্ধ রাখতে হবে মাছ-মাংসের দোকান, বিজেপির ফতোয়া এবার বাংলাতেই!

Date:

Share post:

এখনও বাংলায় ক্ষমতায় আসার নাম গন্ধ নেই। লোকসভা ভোটেও কমেছে আসন সংখ্যা। তারপরেও বাংলায় স্বভাবসিদ্ধ ধর্মীয় ফতোয়া জারি করতেই ব্যস্ত বঙ্গ বিজেপির ছোটখাটো নেতারাও। এবার ছট পুজোর (Chhatpuja) নামে পশ্চিম বর্ধমানে (West Burdwan) মাছ মাংসের দোকান (meat shop) বন্ধ করানোর ছবি ধরা পরল। যদিও পুলিশি তৎপরতায় এঁটে উঠতে পারেনি বিজেপির ধর্মীয় কর্মীরা।

ছট পুজো উপলক্ষ্যে পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর এলাকায় ব্যাপক উন্মাদনা থাকে। তবে বিজেপির উপদ্রবে এবার সেই উন্মাদনায় ধর্মের জটিল রং। একদল বিজেপি নেতাকর্মীর দাপাদাপি অন্ডালে (Andal)। রীতিমতো দোকান ঘুরে ঘুরে মাছ মাংসের দোকান (meat shop) বন্ধ করতে হুমকি (threat) দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।

অন্ডাল বাজারে যেসব মাছ ও মাংসের দোকান রয়েছে, বেশ কিছুদিন আগে রবিবার ও সোমবার সেইসব দোকান বন্ধ রাখার জন্য ফতোয়া জারি করেছিল স্থানীয় বিজেপির এক শ্রেণীর নেতৃত্ব। রবিবার সেই ফতোয়া অমান্য করেই বেশ কিছু মাংসের দোকান খুলেছিলেন ব্যবসায়ীরা। তাঁরা দাবি করেন, আগে কখনও এই ধরনের ফতোয়া তাঁদের বাজারে জারি হয়নি। তাঁরা তাঁদের রবিবারের ব্যবসা নষ্ট করতে চাননি।

আরও পড়ুন: কানপুরে থেঁৎলে খুন বাংলার আদিবাসী শ্রমিককে! পুলিশি নিষ্ক্রীয়তায় প্রশ্ন তৃণমূলের

এরপরই রবিবার সকালে সেইসব দোকান বন্ধ করার জন্য বিজেপির নেতারা পথে নামে। যদিও বিজেপির ফতোয়া উপেক্ষা করেই দোকান খোলা রাখেন ব্যবসায়ীরা। দু পক্ষের বচসা শুরু হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ (Andal Police)। ব্যবসায়ীদের দোকান খোলা রাখা নিয়ে আশ্বস্ত করা হয়। পুলিশ আসাতে কমে ভঙ্গ দিয়ে সরে পড়ে বিজেপির নেতারা।

spot_img

Related articles

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...

চওড়া হবে শহরের রাস্তা: যানজট নিয়ন্ত্রণে পুরসভার বড় সিদ্ধান্ত

শহরের যানজট এড়াতে কলকাতা মেট্রোর ভরসায় অফিস যাতায়াত করেন কলকাতা ও শহরতলি থেকে আসা মানুষ। স্কুল-কলেজের পড়ুয়াদেরও বড়...

কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ আনন্দ বোসের! চিঠি মানেই FIR নয়: পাল্টা তোপ তৃণমূল সাংসদের

রাজভবনে বোমা-বন্দুক মন্তব্যের জেরে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ...

রাজ্যে আরও কর্মসংস্থানের সম্ভাবনা: ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ রঘুনাথপুর শিল্পতালুকে

রঘুনাথপুরে (Raghunathpur) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে গড়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আসতে চলেছে আরও ৯ হাজার কোটি টাকা...