মুখ পুড়ল কেন্দ্রের। দ্রুত একশো দিনের কাজ চালু করার কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত। দ্রুত ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পরেই কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে স্যোশাল মিডিয়ায় (Social Media) তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লেখেন, ”যেমনটা আমি আগেও বলেছি, আবারও বলব: চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! জয় বাংলা”

সোমবার ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে হাই কোর্টের (Calcutta High Court) রায়ই বহাল রাখে শীর্ষ আদালত (Supreme Court)। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে প্রশ্ন করে “আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, না কি আমরা তা খারিজ করে দেব?” অবশেষে আদালত মামলাটি খারিজ করে দেয়। অতএব হাই কোর্টের নির্দেশই বহাল থাকল।

এর পরেই নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ”আজকের রায় বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয়। মাননীয় সুপ্রিম কোর্ট আজ কলকাতা হাইকোর্টের বাংলায় মনরেগা পুনরায় চালু করার নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। এটি বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক জয়।”

বিজেপিকে (BJP) নিশানা করে অভিষেক লেখেন, ”দিল্লির অহংকার এবং অন্যায়ের সামনে যারা মাথা নত করতে অস্বীকার করেছিল এটা তাদের জয়। যখন বিজেপি রাজনৈতিকভাবে আমাদের পরাজিত করতে ব্যর্থ হল, তখন তারা বঞ্চনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করল। তারা বাংলার উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করল, দরিদ্রদের মজুরি কেড়ে নিল এবং মা, মাটি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণকে শাস্তি দিতে চাইল। কিন্তু বাংলা কখনই হার মানেনি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতিটি ন্যায্য টাকার জন্য, প্রতিটি সৎ কর্মীর জন্য,লড়াই করব।”

Another crushing defeat for the BOHIRAGOTO BANGLA-BIRODHI ZAMINDARS.
The Hon’ble Supreme Court today dismissed the Central Government’s plea challenging the Calcutta High Court’s order directing the resumption of MGNREGA in Bengal. This is a HISTORIC VICTORY for the people of…
— Abhishek Banerjee (@abhishekaitc) October 27, 2025
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ”আজকের রায় তাদের মুখে গণতান্ত্রিক চড়, যারা বিশ্বাস করতেন বাংলাকে ধমকে, জোর করে চুপ করানো সম্ভব। বিজেপির ঔদ্ধত্যের পরিণতি এখন নিশ্চিত। তারা শুধু ক্ষমতা খোঁজে। তারা বাংলা থেকে নেয়, কিন্তু বাংলার পাওনা ফেরত দিতে অস্বীকার করে। কিন্তু এখন, তারা জনগণের ভোটে এবং সর্বোচ্চ আদালতে পরাজিত হয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলব: চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! জয় বাংলা।”

–

–

–

–
–


