Saturday, November 15, 2025

গুজরাটের বিরুদ্ধে বড় রানের লিড, শেষ দিনে সরাসরি জয়ের লক্ষ্যে বাংলা

Date:

রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে সরাসরি জয়ের পর দ্বিতীয় ম্যাচেও গুজরাটের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা(Bengal)। শেষ দিনে সরাসরি জয় পেতে হলে জ্বলে উঠতে হবে বাংলার বোলারদের। তবে সঙ্গ দিতে হবে আবহাওয়াকেও। কারণ সোমবার মন্দ আলোর জন্য পুরো সময় খেলা হয়নি।

ইডেনে রঞ্জি ট্রফির তৃতীয় দিনে গুজরাটকে বড় রানের লিড দিল বাংলা। ১০৭/৭ অবস্থায় তৃতীয় দিনের খেলা শুরু করে গুজরাট। শুরুতেই চিন্তন গাজার উইকেট হারায় তারা। তাঁকে ফিরিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন শাহবাজ।

বাংলার সফলতম বোলার শাহবাজ আহমেদ। চোট সারিয়ে কামব্যাক ম্যাচে তাঁর বোলিং ফিগার ১৯ ওভার ৫ মেডেন ৩৪ রান দিয়ে ৬ উইকেট। মহম্মদ শামি ৬টি মেডেন-সহ ১৮.৩ ওভারে ৪৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন। আকাশ দীপ নেন একটি উইকেট।

জবাবে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৪৮ ওভারে ৬ উইকেটে ১৭০ রান। সুদীপ চট্টোপাধ্যায় চোটের কারণে ছিটকে গিয়েছেন।  সুদীপ কুমার ঘরামির সঙ্গে ওপেন করেন অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে। দুই ইনিংসেই অর্ধশতরান পেলেন ঘরামি। সুদীপের পরিবর্তে নামা কাজী জুনেদ সইফি ১ রানে আউট হলেন। ঈশ্বরণ ২৫ রান করে আউট হলেন। পোড়েল ১, সুমন্ত গুপ্ত ১১, শাহবাজ ২০ রানে আউট হলেন। অনুষ্টুপ ৪৪ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন:গম্ভীরের মুখে রোহিতের প্রশংসা, দুই মহারথীকে আবেগপ্রবণ অজি ধারাভাষ্যকারও

২৮২ রানের লিড আছে বাংলার। শেষ দিনে দ্রুত লিড বাড়িয়ে বোলিং করতে নামতে হবে বাংলাকে। টান টান ফিনিশের অপেক্ষায় বঙ্গ ক্রিকেটপ্রেমীরা।

Related articles

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...
Exit mobile version