দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্য কান্ত

Date:

Share post:

দেশের ৫৩তম প্রধান বিচারপতি(CJI) হতে চলেছেন সূর্য কান্ত(Surya Kant )। এই মুহূর্তে তিনি সুপ্রিম কোর্টের( Supreme Court of India) সবচেয়ে প্রবীণ বিচারপতি। ‌সোমবার বর্তমান প্রধান বিচারপতি ভূষণ আর গাভাই সরকারের কাছে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন।

আগামী ২৩ নভেম্বর অবসর নিতে চলেছেন বর্তমান প্রধান বিচারপতি। ‌২৪ নভেম্বর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন বিচারপতি সূর্য কান্ত। হরিয়ানা থেকে তিনি প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন। ‌গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক প্রধান বিচারপতির কাছে তার উত্তরসূরির নাম চেয়ে চিঠি পাঠালে আজ সোমবার এই বিষয়ে প্রধান বিচারপতি এজ্লাসে জানিয়ে দেন তিনি ইতিমধ্যে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন।  ভারতে বহুদিন ধরেই প্রধান বিচারপতির সুপারিশ মেনে উত্তরসূরি নির্বাচন প্রথা চলছে।

বিচারপতি সূর্য কান্ত মাস ছয়েক আগে লোকসভা ও বিধানসভায় পাস হওয়া বিলে সম্মতি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়ে রায় দেন। ‌বিচারপতি সূর্য‌ কান্তের ডিভিশন বেঞ্চের ওই রায় ঘিরে চর্চা ছিল তুঙ্গে। রাষ্ট্রপতির অফিস থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ১৫টি প্রশ্ন পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে দেশের সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিকে কোনও নির্দেশ আদৌ দিতে পারে কিনা‌। এখন এটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন। কিছুটা ক্ষুব্ধ হলেও আগামী ২৩ নভেম্বর রাষ্ট্রপতি নতুন বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন।

প্রসঙ্গত, বিচারপতি সূর্যকান্ত একাধিক সাংবিধানিক বিষয়ে যুগান্তকারী রায় দিয়েছেন। সোমবার প্রধান বিচারপতি গাভাই সূর্য কান্তের‌ নাম মনোনয়ন এর পর তাঁর ভূয়সী প্রশংসা করেন। বিচারপতি সূর্য কান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন খুব কম বয়সে। ৩৮ বছর বয়সে তিনি হরিয়ানার এডভোকেট জেনারেল হন এবং ৪২ বছর বয়সে হাইকোর্টের বিচারপতি হন। ২০১৮ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মরত। বিচারপতি সূর্য কান্ত আগামী মাসের‌ ২৩ তারিখ থেকে ২০২৭-এর ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে চলেছেন।

 

spot_img

Related articles

নির্ধারিত সময়ে আছড়ে পড়ল মন্থা! বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, প্রভাব পড়ল দক্ষিণবঙ্গেও

পূর্বাভাস মিলিয়ে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায়ই স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় মন্থা। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে মছলিপতনম ও কলিঙ্গপতনমের মাঝখানে আছড়ে...

ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগানের ড্র, জমে গেল ডার্বির গুরুত্ব

একটা সময় ডেম্পো মানেই ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের কাছে শক্ত গাঁট। সেই ডেম্পো দুর্বল হয়েছে, কিন্তু  নামের সুনাম বজায় রেখেছে।...

সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

ছত্তিসগড়, ঝাড়খণ্ড-সহ অন্য রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে আত্মসমর্পণ করছে মাওবাদী সদস্যরা। কিন্তু তার মাঝেই নিজেদের অস্তিত্ব রক্ষায় পুলিশ...

বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনের পাশেই বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ৩-এর কাছে একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। নিমেষের মধ্যেই...