Wednesday, December 10, 2025

দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্য কান্ত

Date:

Share post:

দেশের ৫৩তম প্রধান বিচারপতি(CJI) হতে চলেছেন সূর্য কান্ত(Surya Kant )। এই মুহূর্তে তিনি সুপ্রিম কোর্টের( Supreme Court of India) সবচেয়ে প্রবীণ বিচারপতি। ‌সোমবার বর্তমান প্রধান বিচারপতি ভূষণ আর গাভাই সরকারের কাছে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন।

আগামী ২৩ নভেম্বর অবসর নিতে চলেছেন বর্তমান প্রধান বিচারপতি। ‌২৪ নভেম্বর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন বিচারপতি সূর্য কান্ত। হরিয়ানা থেকে তিনি প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন। ‌গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক প্রধান বিচারপতির কাছে তার উত্তরসূরির নাম চেয়ে চিঠি পাঠালে আজ সোমবার এই বিষয়ে প্রধান বিচারপতি এজ্লাসে জানিয়ে দেন তিনি ইতিমধ্যে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন।  ভারতে বহুদিন ধরেই প্রধান বিচারপতির সুপারিশ মেনে উত্তরসূরি নির্বাচন প্রথা চলছে।

বিচারপতি সূর্য কান্ত মাস ছয়েক আগে লোকসভা ও বিধানসভায় পাস হওয়া বিলে সম্মতি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়ে রায় দেন। ‌বিচারপতি সূর্য‌ কান্তের ডিভিশন বেঞ্চের ওই রায় ঘিরে চর্চা ছিল তুঙ্গে। রাষ্ট্রপতির অফিস থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ১৫টি প্রশ্ন পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে দেশের সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিকে কোনও নির্দেশ আদৌ দিতে পারে কিনা‌। এখন এটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন। কিছুটা ক্ষুব্ধ হলেও আগামী ২৩ নভেম্বর রাষ্ট্রপতি নতুন বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন।

প্রসঙ্গত, বিচারপতি সূর্যকান্ত একাধিক সাংবিধানিক বিষয়ে যুগান্তকারী রায় দিয়েছেন। সোমবার প্রধান বিচারপতি গাভাই সূর্য কান্তের‌ নাম মনোনয়ন এর পর তাঁর ভূয়সী প্রশংসা করেন। বিচারপতি সূর্য কান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন খুব কম বয়সে। ৩৮ বছর বয়সে তিনি হরিয়ানার এডভোকেট জেনারেল হন এবং ৪২ বছর বয়সে হাইকোর্টের বিচারপতি হন। ২০১৮ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মরত। বিচারপতি সূর্য কান্ত আগামী মাসের‌ ২৩ তারিখ থেকে ২০২৭-এর ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে চলেছেন।

 

spot_img

Related articles

চাপে পড়েছে বিজেপি! সংসদে এবার গালাগালি অমিত শাহর

সত্যি কথা গায়ে বাজে। কেন্দ্রের বিজেপি সরকারের এখন এমনই অবস্থা। গোটা দেশে নোটবন্দি, দেশাত্মবোধের জিগির সব উপায়ে নির্বাচন...

বাসে চড়ে গানের আড্ডা, মিউজিকাল চমক লাগলো ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ 

গঙ্গাবক্ষে ট্রেলার লঞ্চের পর এবার চলন্ত বাসে মিউজিক লঞ্চ হল কৌস্তভ চক্রবর্তী (Kaustav Chakraborty) পরিচালিত 'ঠিক সন্ধ্যে নামার...

বড়সড় পরীক্ষার সামনে নির্বাচন কমিশন, কলকাতায় নো-ম্যাপিং বেড়ে সর্বোচ্চ 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) পর্যবেক্ষণে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না-থাকা...

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও।...