Saturday, November 1, 2025

দিল্লিতে উধাও নারী নিরাপত্তা: কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা!

Date:

রাজধানীতে নারী নিরাপত্তা কতটা তলানিতে তা নিয়ে আগে একাধিকবার প্রশ্ন উঠেছে। আর এবার এক তরুণীর উপর অ্যাসিড হামলার (acid attack) মত ঘটনায় ফের একবার বড়সড় প্রশ্নের মুখে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ঘটনায় অভিযুক্তকে চিহ্নিত করতে পারলেও ১২ ঘণ্টাতেও গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ (Delhi Police)।
দিল্লি মুকুন্দপুর এলাকার বাসিন্দা আক্রান্ত তরুণী একটি বেসরকারি কলেজের পড়ুয়া। রবিবার অতিরিক্ত ক্লাসের পর তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে ঘিরে ধরে তারই প্রতিবেশী জিতেন্দর ও তার দুই সঙ্গী। সামান্য বচসার পরেই তারা তরুণীর দিকে অ্যাসিড ছুড়ে মারে। মুখে অ্যাসিডের হামলা (acid attack) আটকাতে দুহাত তুলে বাঁচার চেষ্টা করলে পুড়ে যায় তরুণীর হাত ও পেট।
ঘটনার পরই দ্রুত তরুণীকে ভর্তি করা হয় দিল্লির দীপ চাঁদ বন্ধু হাসপাতালে। সেখান থেকেই খবর যায় পুলিশে। তরুণীর পরিবারের দাবি, জিতেন্দর নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে উত্তক্ত করছিল তরুণীকে। বিবাহিত হওয়া সত্ত্বেও বার বার তরুণীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু তাতে কোনওমতে রাজি না হওয়ায় রবিবার অশোকবিহারে (Ashoke Vihar) এলাকায় ওই হামলা চালানো হয়।
আহত তরুণী জানিয়েছেন ঘটনার সময় জিতেন্দরের সঙ্গে ছিল তার দুই সঙ্গী ঈশান ও আরমান। ঈশানের হাতে ছিল অ্যাসিডের (acid) বোতল। সে সেই বোতল তুলে দেয় আরমানের হাতে। আরমান অ্যাসিড ছুঁড়ে মারে তরুণীর দিকে। বাঁচার চেষ্টায় দুহাত তুললে দুটি হাতই পুড়ে যায় তরুণীর। তবে তাঁর মুখ অক্ষত রয়েছে। ঘটনার পর স্থানীয় সিসিটিভি ফুটেজ (CCTV footage) দেখে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ। যদিও ১২ ঘণ্টাতেও কাউকে গ্রেফতার করা যায়নি।

Related articles

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...

কাটছে না সংকট! এখনও ICU-তে ধর্মেন্দ্র

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে অনুরাগীদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের...
Exit mobile version