Saturday, November 1, 2025

পদত্যাগ হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর: নির্বাচনের সম্ভাবনা!

Date:

ব্যক্তিগত কারণ দেখিয়ে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন জানালেন সুজয় চক্রবর্তী (Sujay Chakraborty)। শনিবারই তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে নিজের পদত্যাগপত্র (resignation) জমা দেন। তবে তিনদিনের মধ্যে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর দুই শীর্ষনেতার পদত্যাগে দলীয় পদে রদবদলের সম্ভাবনা যেমন উঁকি দিচ্ছে, তেমনই হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত বলেও মনে করছে রাজনৈতিক মহল।

২০১৩ সাল থেকে আইনি জটিলতায় বন্ধ হাওড়া পুরসভার নির্বাচন। ওয়ার্ড বিন্যাসে পরিবর্তন ও বালি পুরসভার (Bally Municipality) ভাগ হওয়া নিয়ে জটিলতায় বন্ধ নির্বাচন। সেই পরিস্থিতিতে দলীয় নির্দেশে ২০১৮ সাল থেকে পুরপ্রশাসকমণ্ডলীর (Administration board) চেয়ারম্যানের (chairman) দায়িত্ব সামলাচ্ছেন সুজয় চক্রবর্তী। তবে এর আগেও হাওড়া তৃণমূলের অন্দরের জটিলতায় না থাকার ইচ্ছা প্রকাশ করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন সুজয়। সেইসময় তাঁর সেই ‘ইচ্ছা’ মানেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মাত্র দুদিন আগে পুরপ্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান (vice-chairman) সৈকত চৌধুরী পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি দক্ষিণ হাওড়া ব্লকের সভাপতি হিসেবেই দায়িত্বে রয়েছেন। অর্থাৎ দলীয় পদে পরিবর্তন হয়নি সৈকতের। পুরসভার পদ তিনি দলের নির্দেশ মেনেই ছেড়েছেন বলে জানিয়েছেন। এরই মধ্যে পদত্যাগ চেয়ারম্যান (chairman) সুজয়ের। তিনি জানিয়েছেন, কোনও রাজনৈতিক কারণে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। এর ফলে হাওড়ার কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন: খেজুরিতে টাকা দিয়ে ধর্ষণ চাপার চেষ্টা বিজেপি নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের 

পাশাপাশি দল তাঁকে যে দায়িত্ব দেবে তা পালন করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। ফলে দলের মধ্যে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন যে ওঠেনি, তেমন ইঙ্গিত দিচ্ছেন রাজনীতিকরা। সেক্ষেত্রে পুরপ্রশাসকমণ্ডলীর দুই শীর্ষ পদাধিকারীর প্রায় একসঙ্গে পদত্যাগে প্রশাসকমণ্ডলীর গঠন নিয়েই প্রশ্ন উঠেছে। সেখান থেকেই হাওড়া পুরসভার নির্বাচনের (Howrah Corporation election) ইঙ্গিত দিচ্ছেন রাজনীতিকরা।

Related articles

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...
Exit mobile version