Monday, November 3, 2025

জমি বিক্রিতে চাপ: মধ্যপ্রদেশে বিজেপির নেতা গাড়ি চাপা দিয়ে মারল কৃষককে!

Date:

ক্ষমতাসীন দল। তাই মানুষের জীবন, জমির মালিক যেন বিজেপি নেতারাই। আর সেই জমি বিজেপি নেতার হাতে তুলে না দেওয়ায় ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh) বিজেপি নেতা (BJP leader) গাড়ি চাপা দিয়ে প্রাণে মেরে ফেলল এক কৃষককে। বাঁচাতে আসা স্ত্রী মেয়ের বুকে দাঁড়িয়ে কাপড় ছিঁড়ে চলল মধ্যযুগীয় বর্বরতা। চলল লাগাতার শূন্যে গুলি। ফলে ভয়ে তাঁদের রক্ষা করতে এগিয়েও আসতে পারলেন না গ্রামের মানুষ। ঘণ্টাখানেক পুরো সিনেমার কায়দায় গ্রামে তাণ্ডব চালালেও পুলিশ প্রশাসন সেখানে পৌঁছতেই পারেনি। ঘটনায় বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ মধ্যপ্রদেশ পুলিশ।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ফতেগড় (Fatehgarh) এলাকার গণেশপুরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বিজেপি নেতা মহেন্দ্র নাগরের বিরুদ্ধে। অভিযোগ চাপ দিয়ে গ্রামের অন্তত ২৫ জন কৃষকের জমি কেড়ে নিয়েছে মহেন্দ্র নাগর। শুধু জমি কেড়ে নেওয়াই নয়। এইসব কৃষকদের গ্রাম ছেড়ে যেতে বাধ্য করেছে বিজেপির নেতা ও তার গুণ্ডারা।

গ্রামের কৃষক রামস্বরূপ ধাকড় কোনওমতেই নিজের জমি নাগরের হাতে তুলে দিতে রাজি হননি। ভয় দেখাতে মাঠে কাজে যাওয়ার সময় তাকে ঘিরে ধরে নাগর ও তার লোকজন। প্রথমে লাঠি ও বাঁশ দিয়ে মারধর করা হয়। রামস্বরূপের স্ত্রী বাঁচানোর চেষ্টা করেন। তাতেও কৃষক রাজি না হওয়ায় তার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় নাগরের গুণ্ডারা। সেইসময় রামস্বরূপ ও তাঁর স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন তাঁর মেয়ে। নাগরের লোকেরা তাঁর স্ত্রী ও মেয়ের কাপড় ছিঁড়ে তাদের হেনস্থা করে।

রামস্বরূপের ভাই রামকুমার দাবি করেন, অন্তত ২০ জন গুণ্ডা ঘিরে ধরে রামস্বরূপ ও তাঁর স্ত্রী মেয়েকে। তারা বন্দুক তুলে শূন্যে গুলি চালাতে থাকে। ফলে ভয়ে গ্রামের মানুষ তাঁদের বাঁচানোর জন্য যেতে পারেননি। এমনিতেও গ্রামের বহু পরিবার নাগরের অত্যাচারে ইতিমধ্যেই গ্রামছাড়া। প্রায় একঘণ্টা ধরে গ্রামে তাণ্ডব চালায় তারা। মৃত রামস্বরূপের দেহে বন্দুক তাক করে রাখে, যার ফলে তাকে চিকিৎসার জন্যও নিয়ে যাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসার খুব একটা সুযোগও পাননি চিকিৎসকরা।

আরও পড়ুন: দিল্লিতে উধাও নারী নিরাপত্তা: কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা!

ঘটনায় ফতেগড় থানায় (Fatehgarh police staiton) মহেন্দ্র নাগরের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে। তার পরিবারের দুই মহিলা সদস্য ও ১৪ জন সঙ্গীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। যদিও পুলিশি তৎপরতায় আস্থা নেই গ্রামবাসীদের। তাঁদের দাবি বিজেপি নেতা মহেন্দ্র নাগরের ভয়ে পুলিশ কোনও পদক্ষেপ নেয় না। ফলে রামস্বরূপের মতো কৃষকদের ছয় বিঘা জমির জন্য প্রাণ দিতে হয়।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version