ছাপিয়ে গেলেন বিধান রায়কে: মুখ্যমন্ত্রিত্বের নতুন রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু বাধা, কুৎসার মুখেও মানুষের জন্য নানা প্রকল্প এনে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করেছেন। তাঁর সাফল্যের ঝুলিতে যুক্ত হয়েছে বিশ্বের স্বীকৃতিও। তবে এবার তাঁর মুখ্যমন্ত্রিত্বের (Chief Minister) মুকুটে জুড়ল নতুন পালক। দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী পদে থাকার ক্ষেত্রে ছাপিয়ে গেলেন বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) রেকর্ড। বর্তমানে তিনিই রাজ্যের দ্বিতীয় দীর্ঘ সময়ের (second longest) মুখ্যমন্ত্রী। সোমবার সেই মাইল ফলক ছুঁলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

স্বাধীনতা পরবর্তী যুগে দীর্ঘ সময় বাংলার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন বিধানচন্দ্র রায়। বাংলার রূপকার হিসাবে ভারতরত্ন বিধান রায় ১৯৪৮ সালের ২৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ১ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। সেই হিসাবে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদকাল ১৪ বছর ১৫৯ দিন।

আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী! সফল ট্রায়াল রান, সোমবার খুলে যাচ্ছে দুধিয়া সেতু 

সোমবার সেই রেকর্ড পার করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ১৪ বছর ১৬০ দিন পূরণ করলেন তিনি। অর্থাৎ জ্যোতি বসুর (Jyoti Basu) পরে দ্বিতীয় দীর্ঘ সময়ের (second longest) মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ধারে ভারে কোনও বিরোধী রাজনৈতিক দলই তৃণমূলের সমকক্ষ নয়। কার্যত আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর আসনে চতুর্থবারের জন্য বসা সময়ের অপেক্ষা। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে উঠে আসাও তাঁর জনমুখী নেতৃত্বের হাত ধরে সফল হবে, আশাবাদী তৃণমূল কর্মী-সমর্থকরা।

spot_img

Related articles

ব্লু লাইন মেট্রোতে পুরনো গেট বদলানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে (Blue Line) যাত্রীসুবিধা বাড়াতে পুরনো ও বিকল স্বয়ংক্রিয় গেট বদলে নতুন গেট...

মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে নদীতে ঝাঁপ, রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার

ফের রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার। মৃত ছাত্র সোহম পাত্র (২০) মায়ের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফেরার সময় ঝাঁপ...

ফিরছে নস্টালজিয়া, দেশজুড়ে পুনর্মুক্তি সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’র!

বাংলা সিনেমার অন্যতম স্টলওয়ার্ড সত্যজিৎ রায়ের (Satyajit Ray) অনবদ্য সৃষ্টি বারবার বড় পর্দায় ফিরে পেতে চান এই প্রজন্মের...

কানাডায় মাদক কারবার: লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের হাতে খুন ভারতীয় ব্যবসায়ী

কানাডায় টার্গেট করে খুন ভারতীয় ব্যবসায়ীকে। মাদকের কারবারে ব্যবসায়ী খুনের দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। ঘটনায় এখনও পর্যন্ত...