পাঁজর থেকে রক্তরক্ষণ, অস্ট্রেলিয়ার হাসপাতালে আইসিইউতে শ্রেয়স

Date:

Share post:

শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) নিয়ে উদ্বেগ বাড়ছে। চোট পেয়ে হাসপাতালে ভর্তি থাকা শ্রেয়সকে আইসিইউতে(ICU) স্থানান্তরিত করা হল। তারকা ক্রিকেটারের পাঁজর থেকে রক্তরক্ষণ হচ্ছে বলেই জানা গিয়েছে। ফলে আগামী সাত দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিডনিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে লাগে শ্রেয়সের। মাঠে ছুটে আসেন মেডিকেল টিমের সদস্যরা।  সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ককে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আইসিইউ-তেই রয়েছেন শ্রেয়সের।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, শ্রেয়স গত কয়েকদিন ধরেই হাসপাতালে রয়েছেন। রিপোর্টে এসেছে, তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তাঁকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। চেষ্টা করা হচ্ছে রক্তক্ষণের ফলে যাতে ওর সংক্রমণ  না হয়। বোর্ড এবং মেডিক্যাল টিম কোনও ঝুঁকি নিতে চাইছে না। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের(BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিমের সদস্যরা অস্ট্রেলিয়া এবং  ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন :ইন্দোরের ঘটনায় ভুল ক্রিকেটারদের! কৈলাসের মন্তব্যের তীব্র সমালোচনা তৃণমূলের

আপাতত সামনে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ওডিআই দলের সহ-অধিনায়ক হলেও টি-টোয়েন্টি দলে নেই শ্রেয়স। তবে আপাতত সাত দিন সিডনির হাসপাতালেই থাকতে হবে শ্রেয়সকে। তার পর দেশে ফিরতে পারেন ভারতীয় তারকা ক্রিকেটার। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে শ্রেয়সের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শ্রেয়সকে দেখতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তাঁর বাবা-মা। সন্তো।ষ আইয়ার এবং রোহিনী আইয়ার কঠিন সময়ে ছেলের পাশে থাকতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন। দ্রুত ভিসার আবেদন করেছেন তারা।

spot_img

Related articles

আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন জগদ্ধাত্রী পুজোর, অপেক্ষায় কৃষ্ণনগর ও চন্দননগর

উৎসবের মরশুমের শেষ পর্বে বাংলার মানুষ। জগদ্ধাত্রী পুজোর মধ্যে দিয়েই বাংলার এবছরের বড় উৎসবের সমাপন হবে। বুধবার সেই...

পার্কস্ট্রিট হোটেলে দেহ উদ্ধার: ভিন রাজ্য থেকে দুই মূল অভিযুক্তকে পাকড়াও রাজ্য পুলিশের

হোটেলের ঘর থেকে দেহ উদ্ধারের পাঁচদিনের মধ্যে গ্রেফতার খুনে দুই মূল অভিযুক্ত। ওড়িশা (Odisha) থেকে দুজনকে গ্রেফতার করে...

শক্তি খুইয়ে মন্থা এখন গভীর নিম্নচাপ, ৩ মৃত্যুর পরও জারি প্রবল বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি প্রবল ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে ল্যান্ডফল শুরু করেছিল। অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় চালায় তাণ্ডব।...

ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগানের ড্র, জমে গেল ডার্বির গুরুত্ব

একটা সময় ডেম্পো মানেই ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের কাছে শক্ত গাঁট। সেই ডেম্পো দুর্বল হয়েছে, কিন্তু  নামের সুনাম বজায় রেখেছে।...