Sunday, November 16, 2025

পাঁজর থেকে রক্তরক্ষণ, অস্ট্রেলিয়ার হাসপাতালে আইসিইউতে শ্রেয়স

Date:

শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) নিয়ে উদ্বেগ বাড়ছে। চোট পেয়ে হাসপাতালে ভর্তি থাকা শ্রেয়সকে আইসিইউতে(ICU) স্থানান্তরিত করা হল। তারকা ক্রিকেটারের পাঁজর থেকে রক্তরক্ষণ হচ্ছে বলেই জানা গিয়েছে। ফলে আগামী সাত দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিডনিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে লাগে শ্রেয়সের। মাঠে ছুটে আসেন মেডিকেল টিমের সদস্যরা।  সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ককে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আইসিইউ-তেই রয়েছেন শ্রেয়সের।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, শ্রেয়স গত কয়েকদিন ধরেই হাসপাতালে রয়েছেন। রিপোর্টে এসেছে, তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তাঁকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। চেষ্টা করা হচ্ছে রক্তক্ষণের ফলে যাতে ওর সংক্রমণ  না হয়। বোর্ড এবং মেডিক্যাল টিম কোনও ঝুঁকি নিতে চাইছে না। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের(BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিমের সদস্যরা অস্ট্রেলিয়া এবং  ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন :ইন্দোরের ঘটনায় ভুল ক্রিকেটারদের! কৈলাসের মন্তব্যের তীব্র সমালোচনা তৃণমূলের

আপাতত সামনে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ওডিআই দলের সহ-অধিনায়ক হলেও টি-টোয়েন্টি দলে নেই শ্রেয়স। তবে আপাতত সাত দিন সিডনির হাসপাতালেই থাকতে হবে শ্রেয়সকে। তার পর দেশে ফিরতে পারেন ভারতীয় তারকা ক্রিকেটার। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে শ্রেয়সের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শ্রেয়সকে দেখতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তাঁর বাবা-মা। সন্তো।ষ আইয়ার এবং রোহিনী আইয়ার কঠিন সময়ে ছেলের পাশে থাকতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন। দ্রুত ভিসার আবেদন করেছেন তারা।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version